• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বলিউডে আত্মপ্রকাশ রুবিনার

পরিচালক পলাশ মঞ্জুলের এটা প্রথম ছবি।রুবিনা তাঁর ফাস্ট লুকের পোস্টার শেয়ার করে লিখেছেন,‘অর্ধ ছবিতে মধু চরিত্রে আমার প্রথম ফাস্ট লুকের পোস্টার শেয়ার করলাম।'

টেলিভিশন থেকে বলিউড––জার্নিটা সহজ ছিল না ঠিকই তবে খুব যে কাঠখড় পোড়াতে হয়েছে তেমনও নয়। অর্ধ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন জনপ্রিয় টেলি সোপ অভিনেত্রী রুবিনা দিলায়েক।

পরিচালক পলাশ মঞ্জুলেরও এটাই প্রথম ছবি। রুবিনা তাঁর ফাস্ট লুকের পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘অর্ধ ছবিতে মধু চরিত্রে আমার প্রথম ফাস্ট লুকের পোস্টার শেয়ার করলাম।’

Advertisement

এই ছবিতে একজন সাধারণ ভারতীয় মহিলার চরিত্রে অভিনয় করেছি। হর হর মহাদেব।

Advertisement

এই ছবিতে জনপ্রিয় বলি অভিনেতা রাজপাল যাদব একজন ট্রান্সজেন্ডারের চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি ফাস্ট লুকের ছবি প্রকাশ করা হয়েছে।

Advertisement