অনুষ্ঠান থেকে ফেরার পথে ট্রাকে ধাক্কা, ছত্তিশগড়ে মৃত তিন শিশু-সহ ৮

Written by SNS April 29, 2024 4:10 pm

রায়পুর, ২৯ এপ্রিল– পারিবারিক অনুষ্ঠান থেকে ফেরার পথেই ছত্তিশগড়ে ভয়ংকর দুর্ঘটনায় মৃতু্য হল ৮ জনের৷ মৃতদের মধ্যে সকলেই মহিলা এবং শিশু৷ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় আরও ২৩ জনকে৷ তার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক৷ পুলিশের আশঙ্কা, আহতদের মধ্যে কয়েকজনের মৃতু্য হতে পারে৷ ফলে গোটা ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷ জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বেমেতাড়া জেলায়৷ রবিবার রাতে একটি পারিবারিক অনুষ্ঠান সেরে একটি মালবাহী গাড়িতে চেপে ফিরছিলেন বেশ কয়েকজন৷ অন্ধকারের পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে গাড়িটি ধাক্কা মারে৷ সংঘর্ষের জেরে একেবারে দুমড়েমুচড়ে যায় যাত্রীবোঝাই গাড়ির অনেকটা অংশ৷ জানা গিয়েছে, ওই মালবাহী গাড়ির সব যাত্রীই একই গ্রামের বাসিন্দা৷ ঘটনাস্থলেই ৮ জনের মৃতু্য হয়৷ তাঁদের মধ্যে রয়েছেন ৫ মহিলা ও ৩ শিশু৷ মৃত মহিলাদের বয়স ৫০ থেকে ৬০ এর মধ্যে৷ মৃত তিন শিশুর বয়স যথাক্রমে ৫ ও ৬ বছর৷ দুর্ঘটনার পরেই আহত অবস্থায় গাড়ির ২৩ যাত্রীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় দুটি হাসপাতালে৷ অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ার ফলে চারজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয় রায়পুর এইমসে৷ আপাতত আহতরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন৷ স্থানীয় বিজেপি সাংসদ দীপেশ সাহু হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন৷