• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মেয়ের নামে যৌন কেলেঙ্কারির অভিযোগ, সাইবার অপরাধীদের ভুয়ো ফোনে মায়ের মৃত্যু  

সাইবার অপরাধীদের ভুয়ো ফোন পেয়ে শিক্ষিকার মৃত্যু। আগ্রার একটি জুনিয়র স্কুলের ঘটনা। পুলিশের নাম করে ফোন আসে ওই শিক্ষিকার কাছে। তাঁকে বলা হয়, তাঁর মেয়ে যৌন কেলেঙ্কারিতে জড়িত। ফোনে এও বলা হয়, তিনি টাকা দিলে, তাঁর মেয়ের পরিচয় গোপন রাখা হবে।  এই কথা শোনার পর থেকেই অসুস্থ বোধ করতে থাকেন শিক্ষিকা। হৃদরোগে আক্রান্ত হয়ে এরপর মৃত্যু হয় তাঁর।  

প্রতীকী ছবি

সাইবার অপরাধীদের ভুয়ো ফোন পেয়ে শিক্ষিকার মৃত্যু। আগ্রার একটি জুনিয়র স্কুলের ঘটনা। পুলিশের নাম করে ফোন আসে ওই শিক্ষিকার কাছে। তাঁকে বলা হয়, তাঁর মেয়ে যৌন কেলেঙ্কারিতে জড়িত। ফোনে এও বলা হয়, তিনি টাকা দিলে, তাঁর মেয়ের পরিচয় গোপন রাখা হবে।  এই কথা শোনার পর থেকেই অসুস্থ বোধ করতে থাকেন শিক্ষিকা। হৃদরোগে আক্রান্ত হয়ে এরপর মৃত্যু হয় তাঁর।  

পরিবারসূত্রে জানা গেছে, শিক্ষিকার নাম মালতি ভার্মা। তাঁর বয়স ৫৮ বছর। তাঁর কাছে হোয়াটসআপে ফোন আসে। ফোনে শিক্ষিকাকে বলা হয় তাঁর মেয়ে যৌন কেলেঙ্কারিতে ধরা পড়েছে। মেয়ের নাম-পরিচয় ফাঁস করে দেওয়ারও হুমকি দেওয়া হয়। যে ব্যক্তি ফোন করেন, তিনি নিজেকে পুলিশ ইন্সপেক্টর বলে পরিচয় দেন।শিক্ষিকার ছেলে দীপাংশু জানান, এরপর তিনি বোনকে ফোন করেন। বোন জানান সবকিছুই স্বাভাবিক রয়েছে। দীপাংশু বলেন, ‘এরপর মাকে বুঝিয়ে বললেও তিনি খুবই দুশ্চিন্তা করছিলেন। তাঁর শরীর এরপর আরও খারাপ হতে থাকে। আমরা তাঁকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু শেষরক্ষা করতে পারিনি।’ 
 
স্থানীয় থানা জগদীশপুরের দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক আনন্দবীর সিং বলেন, ‘আমরা পরিবারের তরফে অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে।’ 

Advertisement

Advertisement