মালায়ালাম অভিনেত্রী রিনি অ্যান জর্জ এক বিস্ফোরক অভিযোগ এনেছেন কেরলের একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে। তিনি ওই নেতার নাম প্রকাশ করেননি কিন্তু বিজেপি দাবি করছে যে, রিনি কেরলের কংগ্রেস বিধায়ক রাহুল মামকুটাতিলের বিরুদ্ধে অভিযোগ তুলেছন। ‘রিনি অভিযোগ করেছেন যে ওই নেতা বারবার তাঁকে আপত্তিকর মেসেজ পাঠিয়েছেন। রিনিকে একটি পাঁচতারা হোটেলে ডেকে পাঠানোর অভিযোগও করেছেন তিনি। বিজেপি, কংগ্রেস নেতা রাহুলের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে।
বুধবার রিনি অভিযোগ আনেন যে, একজন রাজনৈতিক দলের যুবনেতা বিগত ৩ বছর ধরে তাঁকে অনেকবার অশালীন এবং আপত্তিকর মেসেজ পাঠিয়েছেন। শুধু এতটুকুতেই থেমে থাকেননি ওই নেতা। তিনি অভিনেত্রীকে একটি বিলাসবহুল পাঁচতারা হোটেলে ডেকে পাঠান। রিনি বারবার অশালীন মেসেজে উত্ত্যক্ত হয়ে ওই নেতাকে বলেন যে তিনি দলীয় নেতৃত্বের কাছে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানাবেন। ওই নেতার বিরুদ্ধে বুধবার প্রকাশ্যে অভিযোগ এনেছেন রিনি।
Advertisement
রিনি বলেছেন, ‘আমি পুরো ব্যাপারটা দলীয় নেতৃত্বকে জানিয়েছি। জানতে পেরেছি এই যুবনেতা বেশ কিছু দলীয় নেতার মেয়ে এবং স্ত্রীর সঙ্গেও এরকম অশালীন আচরণ করেছেন। এরপরেও ওই যুবনেতা একের পর এক সুযোগ পেয়ে গিয়েছেন। সম্প্রতি সোশাল মিডিয়াতে দেখলাম এইরকম অভিজ্ঞতা আরও বেশ কিছু মহিলার হয়েছে। সবার হয়ে আমি অভিযোগ তুললাম।‘
Advertisement
রিনি অভিযুক্তের নাম প্রকাশ না করলেও বিজেপির তরফ থেকে ধরে নেওয়া হয়েছে যে, এই নেতা হলেন কংগ্রেস বিধায়ক রাহুল। বিজেপি কেরল যুব কংগ্রেসের সভাপতি রাহুলের ইস্তফা দাবি করেছে। সাহিত্যিক হানি ভাস্করও জানিয়েছেন, রাহুল তাঁকে সমাজমাধ্যমে কুরুচিকর মেসেজ করতেন। তিনি আরও অভিযোগ করেন, পরে তিনি জানতে পেরেছেন রাহুল তাঁর ব্যাপারে অন্যদের কাছে খারাপ কথা বলেছেন। রিনির তরফ থেকে অভিযোগ আসার পর দলীয় পদে ইস্তফা দিয়েছেন রাহুল। তিনি জানিয়েছেন, রিনি যে অভিযোগ তুলেছেন তা যেন তিনি আদালতে প্রমাণ করে দেখান। কেরলের বিরোধী দলের নেতা ভি.ডি. সাথীসান জানান যে, রাহুলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তিনি প্রথমবার পেয়েছেন। তিনি বলেছেন অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement



