আর মাত্র কয়েকদিন। মহাকুম্ভে পুণ্যস্থানের এটাই শেষ সপ্তাহ। আর তাই কাতারে কাতারে মানুষ পাড়ি দিচ্ছেন প্রয়াগরাজে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রেলস্টেশনে ভিড় বাড়ছে। শাহি স্নানের আগে পুণ্যার্থীদের ভিড় সামলাতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা উত্তরপ্রদেশ। ভিড়ের চাপে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দিকে নজর রাখা হচ্ছে।
গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ আগামী ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে শেষ হতে চলেছে। ওই দিনই শেষ দফার শাহি স্নান রয়েছে। ওইদিন পুণ্যস্নান করার জন্য ইতিমধ্যেই মানুষজন আসতে শুরু করেছেন প্রয়াগরাজে। শনি এবং রবিবার, সপ্তাহের এই দু’টি দিনে পুণ্যার্থীদের ভিড় বেশি হচ্ছে। তার মধ্যে আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ দফার শাহি স্নান। ফলে আপাতত প্রয়াগরাজে তিল ধারণের জায়গা নেই।
রেলপথের ভিড়কে টেক্কা দিয়েছে সড়কপথ। শনিবার থেকেই সড়কপথে যানজট বাড়তে শুরু করে। স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালে সেই যানজট ২৫ কিলোমিটার ছাড়িয়ে গিয়েছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনেও পুণ্যার্থীদের ভিড় বাড়ছে। বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকে ট্রেনে যে সব পুণ্যার্থী আসছেন, তাঁদের জন্য এই স্টেশনই কুম্ভে যাওয়ার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার।
উত্তর প্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৬০ কোটি পুণ্যার্থী সঙ্গমে পুণ্যস্নান করেছেন। আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে সেই সংখ্যা ৬৫ কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। মৌনী অমাবস্যায় সর্বাধিক মানুষ পুণ্যস্নান করেছিলেন। প্রায় ৮ কোটি পুণ্যার্থী পুণ্যস্নানে অংশ নিয়েছিলেন সেই দিন। আর মকর সংক্রান্তিতে সাড়ে ৩ কোটি পুণ্যার্থী পুণ্যস্নান করেছিলেন।