আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি মাসের শেষে ও ফেব্রুয়ারির শুরুতে তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেও পৌঁছে যেতে পারে। অর্থাৎ এ বারের মতো বিদায় নেওয়ার পথে শীত। তবে আজ ও আগামীকাল উত্তরের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও আজ দক্ষিণবঙ্গের সব জেলাতে কুয়াশার সম্ভাবনা আছে। বুধবার বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান জেলায় কুয়াশার দাপট থাকতে পারে। তবে দক্ষিণের কোথাও আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই।