• facebook
  • twitter
Thursday, 18 December, 2025

রাজ্যের সিইও দপ্তরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র ডাকে সিইও দপ্তরের সামনে একাধিকবার বিক্ষোভ হয়।

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের নিরাপত্তা আরও জোরদার করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। টানা বিক্ষোভ ও উত্তেজনার আবহে কমিশনের পক্ষ থেকে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকেই সিইও দপ্তরের দ্বিতীয় ও তৃতীয় তলায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দায়িত্বে থাকবেন।

শুধু নির্বাচন কমিশন দপ্তর চত্বরে নয়, সিইও দপ্তরের কোনও উচ্চপদস্থ আধিকারিক দপ্তরের কাজে গাড়িতে যাতায়াত করলে তাঁদের সঙ্গেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। সাম্প্রতিক পরিস্থিতিতে আধিকারিকদের নিরাপত্তা ও দপ্তরের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

Advertisement

উল্লেখ্য, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র ডাকে সিইও দপ্তরের সামনে একাধিকবার বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। দপ্তরের সামনে ধর্না এবং কখনও কখনও অফিস চত্বরের ভিতরেও উত্তেজনা ছড়ায়।

Advertisement

ওই সংগঠনের দাবি, এসআইআর প্রক্রিয়ার চাপ ও অতিরিক্ত দায়িত্বের কারণেই একাধিক বিএলও-র মৃত্যু হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করেই আন্দোলন শুরু হয়। লাগাতার বিক্ষোভের জেরে সিইও দপ্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন মনে করছে, দপ্তরের নিরাপত্তা ও আধিকারিকদের সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন জরুরি। কমিশনের মতে, এতে প্রশাসনিক কাজকর্ম নির্বিঘ্নে চলবে এবং কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।

Advertisement