• facebook
  • twitter
Monday, 4 August, 2025

২৩ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যপাল

২৩ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনে ফিরে রাজ্যপালকে বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকেরা।

২৩ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনে ফিরে রাজ্যপালকে বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকেরা। গত ২২ এপ্রিল হার্টে ‘ব্লকেজ’ নিয়ে ইএম বাইপাসের ধারের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। মিনিমালি ইনভেসিভ করোনারি বাইপাস সার্জারি হয়েছে তাঁর। আপাতত স্থিতিশীল রয়েছেন রাজ্যপাল। সেই কারণেই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, আপাতত রাজ্যপাল বোসের শারীরিক অবস্থা স্থিতিশীল। রক্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ, শর্করার মাত্রা – সবকিছুই স্বাভাবিক রয়েছে। সেই কারণেই তাঁকে ছুটি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালেই রাজভবন থেকে বিবৃতি দিয়েও রাজ্যপালের রাজভবনে ফেরার খবর জানানো হয়। রাজভবন জানিয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস সুস্থ রয়েছেন। চিকিৎসকেরা আপাতত রাজ্যপালকে বিশেষ খাটাখাটনি করতে নিষেধ করেছেন।

মুর্শিদাবাদ সফর সেরে ফেরার পর ২১ এপ্রিল অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল। চিকিৎসকদের পরামর্শেই রাজ্যপালকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষানিরীক্ষা করা হয়। এরপর ২২ তারিখ রাজ্যপালকে বাইপাসের ধারের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মেদিনীপুর সফরে যাওয়ার আগে রাজ্যপালকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের চিকিৎসায় যেন কোনও ত্রুটি না হয়, সেই নির্দেশও দিয়ে আসেন মুখ্যসচিবকে।