স্লগওভারে দাপুটে ইনিংস খেলে বিদায় নেওয়ার পথে শীত। শনিবার থেকেই কলকাতার তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আগামী সপ্তাহে তাপমাত্রার ঊর্ধ্বগতি অব্যাহত থাকবে। দোল ও হোলির আগেই কলকাতায় পারদ ৩৪–৩৫ ডিগ্রি ছুঁতে পারে। জেলার তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়াতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। উত্তরবঙ্গে কয়েকদিন ধরে বৃষ্টি চলছে। রবিবার থেকে কমবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া মোটামুটি শুষ্কই থাকবে। দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে এবং আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে।
আগামী বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকলেও, দুপুরের দিকে গরম অনুভূত হবে। ১০ মার্চের পর থেকেই বিভিন্ন জেলায় তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, গরম ও অস্বস্তিকর আবহাওয়া রয়েছে গোয়া, কর্ণাটক, কেরলে। গোয়াতে তাপপ্রবাহ শুরু হয়েছে। রবিবার থেকে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে গুজরাট ও অন্ধ্র প্রদেশেও।