• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অষ্টমী পর্যন্ত স্বস্তি, দশমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস

মা দুর্গার বোধনের দিন খুশির খবর দিল হাওয়া অফিস। অষ্টমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

মা দুর্গার বোধনের দিন খুশির খবর দিল হাওয়া অফিস। অষ্টমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নবমীর দিন ফের দানা বাঁধবে আরও একটি নিম্নচাপ। এর জেরে দশমী ও একাদশীর দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। নবমীর নিম্নচাপে সমুদ্রে উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ১ অক্টোবর বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে সপ্তমী ও অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা কম। মূলত রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে। বেলা বাড়লে আংশিক মেঘলা আবহাওয়া থাকতে পারে। নবমীর রাত থেকে গোটা দক্ষিণবঙ্গেই আবহাওয়ার পরিবর্তন হবে। কলকাতা-সহ নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

Advertisement

আগামী কয়েকদিন উত্তরবঙ্গেরও বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তমীতে বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও। অষ্টমীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে। বুধবার নবমীতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। দশমী ও একাদশীতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। একাদশীতে দার্জিলিং-সহ সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisement

Advertisement