• facebook
  • twitter
Thursday, 31 July, 2025

১০০ দিনের কাজের জন্য বাংলার পাওনা বিশ বাঁও জলে

সোমবার ও মঙ্গলবার এই দুইদিনের বৈঠকের প্রথম দিনে 'মনরেগা' নিয়ে এক রিপোর্ট পেশ করা হয়। এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফে কোনও সাংসদ উপস্থিত ছিলেন না।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিশ বাওঁ জলে ১০০ দিনের কাজে বাংলার পাওনা। গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতিরাজ সংক্রান্ত সংসদীয় সমিতির বৈঠকে বাংলায় ১০০ দিনের কাজ শুরু করা নিয়ে কোনও সিদ্ধান্ত হল না। সমিতি মেনে নিয়েছে বাংলাকে টাকা দেওয়া হয়নি।

সোমবার ও মঙ্গলবার এই দুইদিনের বৈঠকের প্রথম দিনে ‘মনরেগা’ নিয়ে এক রিপোর্ট পেশ করা হয়। এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফে কোনও সাংসদ উপস্থিত ছিলেন না। বিজেপিরও বেশির ভাগ সাংসদ উপস্থিত ছিলেন না। সংসদীয় সমিতির চেয়ারম্যান ও ওড়িশার কংগ্রেস সাংসদ সপ্তগিরি শঙ্কর উল্কার নেতৃত্বে একটি রিপোর্ট তৈরি করা হয়েছে। এই রিপোর্টে টেবিল করে পরিসংখ্যান বোঝানো হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গ নামের পাশে খালি জায়গা ছেড়ে রাখা হয়। সূত্রে মারফৎ এর কারণ জানা গিয়েছে, ১০০ দিনের কাজের জন্য বাংলায় গত তিন বছরে কোনও টাকা পাঠানো হয়নি। সে কারণে কোনও পরিসংখ্যানও তৈরি করা সম্ভব হয়নি। যেহেতু সমিতির সভাপতি কংগ্রেসের সাংসদ তাই তাঁর কোনও সুপারিশ মানে না কেন্দ্র।

মঙ্গলবারের বৈঠকে আলোচনার বিষয় ছিল ভূমি অধিগ্রহণ। এই বৈঠকে অভিনেতা প্রকাশ রাজ ও সমাজকর্মী মেধা পাটেকারকে সরকারের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তাঁদের কথা না শুনেই বিজেপি সাংসদরা চিৎকার করতে থাকেন। পরে তাঁরা অপমানিত বোধ করে বৈঠক ছেড়ে বেরিয়ে যান। সমিতির চেয়ারম্যান আবার বৈঠক শুরু করতে
চাইলে সরকারি আধিকারিকরা বলেন, কোরাম না থাকায় বৈঠক হবে না। শেষে বৈঠক ছেড়ে বেরিয়ে যান সবাই।

News Hub