বাংলায় মেয়েরা সুরক্ষিত নয়। আরজি কর কাণ্ডের আবহে বার বারই এই অভিযোগ তুলেছে বিরোধীরা। এবার নারী সুরক্ষার দাবিতে ফের পথে নামছে বিজেপি। এই নিয়ে প্রতিক্রিয়া দিতে ছাড়েনি তৃণমূলও। বাংলায়, বিশেষ করে কলকাতায় মহিলারা সবথেকে বেশি সুরক্ষিত। দাবি ঘাসফুল শিবিরের।
গেরুয়া শিবিরের দাবি, সম্প্রতি পুরুলিয়া এবং উলুবেড়িয়া এই দুই এলাকাতেই নারী নিগ্রহের বিভিন্ন অভিযোগ প্রকাশ্যে এসেছে। পুরুলিয়ায় রক্তাক্ত অবস্থায় নদীর চর থেকে তরুণীর দেহ উদ্ধার হয়েছে। কৃ্ষ্ণনগরে এসপি অফিসের অদূরে তরুণীর অর্ধনগ্ন, অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়েছে। তাই এই সমাবেশের পথে হাঁটছে বঙ্গ বিজেপি। এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, ‘বাংলায় আইনের শাসন নেই। যে কারণে রাজ্যের কোনও না কোনও এলাকায় প্রতিদিনই নারী নির্যাতনের ঘটনা ঘটছে। এর বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এই ধরনের সমাবেশের আয়োজন।’