রতন টাটার মৃত্যুর পর সিঙ্গুরে দাঁড়িয়ে টাটা গোষ্ঠীকে ফেরানোর কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে আবার টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনা হবে বলে দাবি করলেন তিনি। সিঙ্গুরে আয়োজিত একটি সভায় এই দাবি করেন এই বিজেপি নেতা। সিঙ্গুর আন্দোলনের সময় শুভেন্দু অধিকারী মমতার ‘সৈনিক’ ছিলেন বলে এদিন কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তৃণমূল নেতৃত্বের দাবি, এখনও ক্ষমতায় না এসেই এই প্রতিশ্রুতি শুভেন্দুর মুখে সাজে না। রাজ্যে ক্ষমতায় আসতে বিজেপিকে এখনও অনেক কাঠখড় পোড়াতে হবে। তাই ক্ষমতায় এলে টাটা গোষ্ঠীকে ফেরানোর প্রতিশ্রুতি হাস্যকর বলে মনে করছেন তৃণমূল নেতাদের একাংশ।
উল্লেখ্য, ২০০৬ সালে ন্যানো কারখানার জন্য সিঙ্গুরে এক হাজার একর জমি অধিগ্রহণ করা হয়। সেই সময় কৃষকরা অভিযোগ করেছিলেন তাঁদের জমি জোর করে কেড়ে নেওয়া হয়েছে। এরপরই গড়ে ওঠে সিঙ্গুর কৃষিজমি রক্ষা কমিটি। ধীরে ধীরে এই আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন রাজ্যের তৎকালীন বিরোধী নেত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনের ঝাঁঝ বাম সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল। কৃষকদের হয়ে মমতা আন্দোলন রাজ্যজুড়ে সাড়া ফেলে দিয়েছিল। সেই সময় তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন শুভেন্দু অধিকারী। মাঝে কেটে গিয়েছে ১৮ বছর। বর্তমানে শুভেন্দু বিজেপির বিধায়ক। এছাড়াও বিধানসভার বিরোধী দলনেতা। এই গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি সিঙ্গুরে দাঁড়িয়ে ফের টাটাকে ফেরানোর প্রতিশ্রুতি দিলেন।