• facebook
  • twitter
Monday, 15 December, 2025

হাইকোর্টের দ্বারস্থ নির্যাতিতার বাবা-মা

আগামী ৯ আগস্ট আরজি কর মেডিক্যালে ধর্ষণ–খুনের ঘটনার একবছর সম্পন্ন হবে। সেই দিনই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।

আগামী ৯ আগস্ট আরজি কর মেডিক্যালে ধর্ষণ–খুনের ঘটনার একবছর সম্পন্ন হবে। সেই দিনই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এই অভিযানে উপস্থিত থাকবেন নির্যাতিতার বাবা–মা। তার আগে তাঁদেরকে নোটিশ পাঠিয়েছে পুলিশ। সেই নোটিশ খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার বাবা–মা। আজ, শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

অভিযোগ উঠেছে, নবান্ন অভিযান আটকাতে তৎপরতা শুরু করেছে প্রশাসন। একাধিক আন্দোলনকারীকে নোটিশও পাঠিয়েছে পুলিশ। এবার নির্যাতিতার বাবা–মাকে নোটিশ পাঠানো হয়েছে। বুধবার সেই নোটিশ হাতে পেয়েছেন তাঁরা। পুলিশের সেই নোটিশ খারিজের দাবিতে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

Advertisement

বুধবার দিল্লিতে গিয়েছেন নির্যাতিতার বাবা–মা। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁদের। পাশাপাশি সিবিআইয়ের ডিরেক্টরের সঙ্গেও তাঁরা কথা বলতে পারেন। অন্যদিকে আন্দোলনের জেরে জনজীবন ব্যাহত হয় বলে ৯ তারিখের নবান্ন অভিযানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন হাওয়ার এক বাসিন্দা।

Advertisement

Advertisement