• facebook
  • twitter
Friday, 15 August, 2025

দিঘায় রথের আগে রিহার্সাল! তিন রশিতেই টান দিল পুলিশ

আগামী ২৭ জুন রথযাত্রা। তার আগে শুক্রবার মাসির বাড়ি পর্যন্ত যে রাস্তায় রথযাত্রা অনুষ্ঠিত হবে, সেই পথেই এদিন রথ টানার মহড়া হয়।

রাতের মহড়া চলছে দিঘায়।

সম্প্রতি দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করে রাজ্য তথা দেশে সাড়া ফেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর মতোই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একসঙ্গে দিঘার জগন্নাথ দর্শন এবং সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে কাতারে কাতারে মানুষের ভিড় হচ্ছে। তবে এই ভিড়ে নতুন মাত্রা সংযোজন করবে এবারের দিঘার রথযাত্রা। প্রথমবারের এই রথযাত্রায় সামগ্রিক দিক খতিয়ে দেখতে প্রশাসনিক মহলে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দিঘার রথযাত্রার ভিড় যাতে প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেজন্য এক সপ্তাহ আগেই মহড়া শুরু করে দিয়েছে পুলিশ। যে পথে রথ যাবে, সেই পথের নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য দিক খতিয়ে দেখতে শুরু হয়েছে রিহার্সাল। সেজন্য পরীক্ষামূলকভাবে পুলিশ ও সিভিকরা শুক্রবার তিনটি রথ রাস্তায় নামিয়ে রশি টেনে দেখছে।

প্রসঙ্গত আগামী ২৭ জুন রথযাত্রা। তার আগে শুক্রবার মাসির বাড়ি পর্যন্ত যে রাস্তায় রথযাত্রা অনুষ্ঠিত হবে, সেই পথেই এদিন রথ টানার মহড়া হয়। কোথাও কোনও সমস্যা আছে কিনা, তা খতিয়ে দেখতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট তথা জগন্নাথ মন্দিরের দায়িত্বপ্রাপ্ত সদস্য রাধারমন দাস। তিনি আরও জানান, বর্তমানে স্নানযাত্রার পর জগন্নাথদেব শয়নে রয়েছেন। তাই মন্দির বন্ধ রয়েছে। ২৬ জুন থেকে মন্দির খুলে যাবে। ২৭ তারিখ টান পড়বে রথের দড়িতে।

রাধারমন দাস বলেন, ‘রথযাত্রার দিন যাতে কোনও অসুবিধা না হয়, তাই আগাম পরীক্ষা করা হল। কিছু জায়গায় সমস্যা ধরা পড়েছে। সেগুলির সমাধান করা হচ্ছে।’