এ বিষয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও শুভেন্দুর মন্তব্যের তীব্র নিন্দা জানান। তাঁর দাবি, শুভেন্দু অধিকারীর ক্ষমা চাওয়া উচিত। এভাবে নয়, অধিবেশন কক্ষে এসে সমালোচনা করার জন্য বিরোধীদের আবেদন জানিয়েছেন অধ্যক্ষ। তাঁর দাবি, ঘৃণার ভাষণ নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আছে। চাইলেই যে কেউ যেমন খুশি বলতে পারে না৷ এই বিষয়টি প্রিভিলেজ কমিটিতে গিয়েছে। বিরোধী দলের আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক। পাশাপাশি কোনও রকম প্ররোচনায় পা দিতে রাজ্যবাসীকে নিষেধ করেছেন বিধানসভার অধ্যক্ষ।