• facebook
  • twitter
Monday, 11 August, 2025

দুর্ঘটনায় আহতকে হাসপাতালে পাঠানোর উদ্যোগ সাংসদের

পথ দুর্ঘটনায় আহত যুবককে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নিয়ে রবিবার সকলের মন জয় করেছেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ।

পথ দুর্ঘটনায় আহত যুবককে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নিয়ে রবিবার সকলের মন জয় করেছেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। এ দিন তিনি দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন। সেই সময় দেখেন, একটি বাইক দুর্ঘটনার কবলে পড়েছে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন বাইক আরোহী। তখনই নিজের গাড়ি থেকে নেমে আহতকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন মিতালি। তবে শেষ পর্যন্ত দলীয় কর্মীর গাড়িতে করে আহতকে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।

রবিবার পুরশুড়ায় একটি কর্মসূচি ছিল মিতালির। দলের কর্মীদের সঙ্গে সেখানেই যাচ্ছিলেন তিনি। সেই সময় পুরশুড়া বিডিও অফিসের সামনে একটি দুর্ঘটনাগ্রস্ত বাইককে দেখতে পান। স্থানীয়রা জানিয়েছেন, বাবা ও ছেলে বাইকে করে যাচ্ছিলেন। সেই সময় বাইকটি দুর্ঘটনাগ্রস্ত হয়। বাইক চালাচ্ছিলেন ছেলেটি। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। রাস্তা ভেসে যায় তাঁর রক্তে। সেই দৃশ্য দেখে গাড়ি থেকে নেমে পড়েন মিতালি। তিনি জানতে পারেন, খবর দেওয়া হলেও তখনও পর্যন্ত ঘটনাস্থলে এসে পৌঁছায়নি অ্যাম্বুল্যান্স। এই খবর শুনে নিজের গাড়ি করে আহতকে হাসপাতালে পৌঁছে দেওয়ার কথা বলেন সাংসদ। পরে দলের কর্মীরা নিজেদের গাড়িতে করে আহতকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

এ বিষয়ে সাংসদ মিতালি বাগ বলেন, ‘এত রক্ত দেখে আমার খুব নার্ভাস লাগছিল। জানতে চাই, অ্যাম্বুল্যান্সে খবর দেওয়া হয়েছে কি না। স্থানীয়রা জানায়, অ্যাম্বুল্যান্স আসতে দেরি হবে। তখন আমি বলি, আমার গাড়িতেই যেন ছেলেটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্মসূচিতে যেতে ১০ মিনিট দেরি হলে তা ম্যানেজ করা যাবে। কিন্তু একটা মানুষের প্রাণের ব্যাপার। সেখানে দেরি করা যায় না।’ তিনি মনে করেন, মানুষের ভোটেই তিনি জনপ্রতিনিধি হয়েছেন। তাই বিপদে মানুষের পাশে থাকাই তাঁর অন্যতম কর্তব্য। ।