• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আরামবাগ শিশুকে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

শিশু দিবসে মর্মান্তিক ঘটনা হুগলির আরামবাসে। আরামবাগ থানার মুথাডাঙ্গার মাদারতলা এলাকায় ১০ বছরের এক শিশুকে খুনের অভিযোগ উঠেছে।

শিশু দিবসে মর্মান্তিক ঘটনা হুগলির আরামবাগে। আরামবাগ থানার মুথাডাঙ্গার মাদারতলা এলাকায় ১০ বছরের এক শিশুকে খুনের অভিযোগ উঠেছে। এক প্রতিবেশীর ঘর থেকে তার দেহ উদ্ধার হয়। ওই প্রতিবেশীর নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত শিশুর পরিবার। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। শিশুর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওই শিশুটির খোঁজ মিলছিল না। অনেক খোঁজাখুঁজি করেও কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত আরামবাগ থানার দ্বারস্থ হন পরিবারের লোকজন। সন্দেহের বশে মৃত শিশুর এক প্রতিবেশীর বাড়িতে হানা দেন এলাকার বাসিন্দারা। সেখানে থেকেই শিশুটির কম্বলে মোড় দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই ব্যক্তিই শিশুটিকে খুন করে থাকতে পারে।

Advertisement

এলাকাবাসীর বক্তব্য, খুনের পর দেহ ঘরে রেখে তালাবন্ধ করে চলে গিয়েছে ওই যুবক। এর আগেও ওই যুবকের নাম নানা কুকর্মে জড়িয়েছে বলে দাবি স্থানীয়দের। স্থানীয় বাসিন্দাদের দাবি, যখন শিশুটির খোঁজ চালানো হচ্ছিল, তখন অভিযুক্ত নিজেও ছিলেন। এমনকী থানায় নিখোঁজ ডায়েরি করার সময়েও তিনি উপস্থিত ছিলেন। কিন্তু শুক্রবার সকাল থেকেই তাঁর দেখা পাওয়া যাচ্ছে না। অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

Advertisement