• facebook
  • twitter
Monday, 15 December, 2025

রবিবার থেকে পরিবর্তিত রুটে কলকাতায় ঢুকবে পণ্যবাহী গাড়ি

কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী একটি বৈঠকে বসেন। সেই বৈঠকেই এই বিষয়ে আলোচনা হয়।

কোনা এক্সপ্রেসওয়েতে কাজের জন্য পণ্যবাহী যান চলাচলের রুট পরিবর্তন করা হয়েছে। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ডানলপ থেকে নিবেদিতা সেতু ও টালা সেতু হয়ে কলকাতায় আসবে পণ্যবাহী গাড়িগুলি। আগে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ও দিল্লি রোড হয়ে দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে গাড়িগুলি কলকাতায় ঢুকত। কিন্তু রবিবার থেকে সেই পথ পরিবর্তন করা হচ্ছে। পাশাপাশি দুপুরের দিকে মাঝারি ও হালকা পণ্যবাহী গাড়িকে কোনা এক্সপ্রেসওয়ে হয়ে কলকাতায় যাওয়ার অনুমতি দেওয়া হত। তা–ও আপাতত বন্ধ থাকছে। শুক্রবার লালবাজারে একটি সাংবাদিক বৈঠক থেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। কতদিন পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে সেই সম্পর্কে কিছু জানানো হয়নি। পরিস্থিতি বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী একটি বৈঠকে বসেন। সেই বৈঠকেই এই বিষয়ে আলোচনা হয়। এরপরই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। হাওড়ার সিপি জানিয়েছেন, সাঁতরাগাছিতে কোনা এক্সপ্রেসওয়ের ৬ লেন সম্প্রসারণের কাজ চলছে। এই জন্য সাঁতরাগাছি উড়ালপুলের দুই দিকেই তৈরি হচ্ছে যানজট। সরু হয়ে গিয়েছে রাস্তা, ফলে আরও যানজটের সমস্যা দেখা দিয়েছে। এই রাস্তা দিয়েই অনেক পণ্যবাহী গাড়ি হাওড়ার উপর দিয়ে কলকাতা ও ডানকুনির উদ্দেশে যায়। তবে রাস্তার কাজের জন্য তাতে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। সাধারণ মানুষের সমস্যা মেটাতে তাই দুই শহরের পুলিশ উদ্যোগ গ্রহণ করে পণ্যবাহী গাড়ির রুট পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পুজোর আগে সাধারণ মানুষ যাতে সমস্যার সম্মুখীন না হন সেই কারণেই এই পদক্ষেপ।

Advertisement

জানা গিয়েছে, কোনা এক্সপ্রেসওয়ের উপর গাড়ির চাপ কমাতে ও ছোটো গাড়িগুলিকে যানজট থেকে মুক্তি দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ছোটো গাড়িগুলি কোনা এক্সপ্রেসওয়ে হয়েই যাতায়াত করবে।

Advertisement

Advertisement