• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প রুটে চাপ বাড়ার আশঙ্কা

হাওড়া থেকে কলকাতাগামী গাড়িগুলিকে দ্বিতীয় হুগলি সেতুর পরিবর্তে হাওড়া ব্রিজ কিংবা নিবেদিতা সেতু ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

দ্বিতীয় হুগলি সেতু।

হাওড়া–কলকাতা যাতায়াতে সাধারণ মানুষের অন্যতম ভরসা দ্বিতীয় হুগলি সেতু। সেই সেতুই রবিবার ১৬ ঘণ্টার জন্য সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোর ৫টা থেকে রাত ৯টা— এই দীর্ঘসময় কোনও যানবাহন সেতুর উপর দিয়ে চলতে পারবে না। সেতুর জরুরি সংস্কার ও নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

টানা সংস্কারের কাজের জন্য গত সপ্তাহেও কয়েক ঘণ্টা এই সেতু বন্ধ ছিল। কিন্তু এ বার সময়সীমা আরও বাড়ানো হয়েছে। দপ্তরের বক্তব্য, এই সেতুর রক্ষণাবেক্ষণ অত্যন্ত সংবেদনশীল বিষয়। কাঠামোর কোনও ক্ষতি যাতে না হয়, তা নিশ্চিত করতেই বিশেষজ্ঞদের নজরদারিতে সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

এদিকে, সেতু বন্ধ থাকায় কলকাতা পুলিশের ট্রাফিক দপ্তর যাত্রী ও গাড়িচালকদের জন্য বিকল্প রুট ঠিক করে দিয়েছে। খিদিরপুর ও এজেসি বোস রোড–সহ বিভিন্ন দিক থেকে সাধারণত যে গাড়িগুলি বিদ্যাসাগর সেতুতে ওঠে, সেগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড হয়ে স্ট্রান্ড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। প্রয়োজনে কেপি রোডেও যান ঘোরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

এই কারণে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্রান্ড রোডে যানজট বাড়ার সম্ভাবনা প্রবল। হঠাৎ চাপ সামলাতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, হাওড়া থেকে কলকাতাগামী গাড়িগুলিকে দ্বিতীয় হুগলি সেতুর পরিবর্তে হাওড়া ব্রিজ কিংবা নিবেদিতা সেতু ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

রবিবারের এই বিধিনিষেধে সকাল থেকে যাতায়াতে বিঘ্ন ঘটতে পারে। তাই জরুরি প্রয়োজনে আগেভাগে রওনা হওয়ার জন্য অনুরোধ করেছে পুলিশ। প্রশাসনের অনুমান, সকাল ও সন্ধের ব্যস্ত সময়ে যানবাহনের চাপ সবচেয়ে বেশি হবে।

Advertisement