• facebook
  • twitter
Thursday, 14 August, 2025

উত্তরবঙ্গ থেকে দিঘা শুরু হচ্ছে বাস পরিষেবা

সম্প্রতি দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই সমুদ্রসৈকতের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে।

প্রতীকী চিত্র

উত্তরবঙ্গের ছয়টি জেলার সঙ্গে পূর্ব মেদিনীপুরের দিঘাকে জুড়তে ভলভো বাস পরিষেবা চালুর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম ভলভো বাস পরিষেবার নির্ঘণ্ট প্রকাশ করেছে। সেই নির্ঘণ্ট অনুযায়ী, আগামী বুধবার থেকে পর্যায়ক্রমে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, রায়গঞ্জ ও মালদহ থেকে ‘শ্রী জগন্নাথ ধাম, দীঘা’র বাস পরিষেবা শুরু হবে।

আগামী ২৮ মে, বুধবার জলপাইগুড়ি থেকে বাস পরিষেবা শুরু হবে। সপ্তাহে দুই দিন অর্থাৎ বুধ ও শনিবার বিকেল ৪টেয় জলপাইগুড়ি থেকে বাতানুকূল ভলভো বাস দর্শনার্থীদের নিয়ে দিঘায় যাবে। ২৯ মে, বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে বাসযাত্রার সূচনা হবে। সেখান থেকেও সপ্তাহে দুই দিন অর্থাৎ বৃহস্পতি ও রবিবার বিকেল সাড়ে ৫টায় বাস ছাড়বে। ৩০ মে, শুক্রবার রায়গঞ্জ ও কোচবিহার থেকে সূচনা হবে বাস পরিষেবা। এই দুই জেলাসদর থেকেও সপ্তাহে দুই দিন অর্থাৎ শুক্র ও রবিবার ভলভো বাস দিঘার উদ্দেশে রওনা দেবে। কোচবিহার থেকে দুপুর ২টোয় এবং রায়গঞ্জ থেকে বিকেল ৩টেয় বাস ছাড়বে। আগামী ৩১ মে আলিপুরদুয়ার ও মালদহ থেকে ভলভো বাসযাত্রার সূচনা হবে। ওই দুই জেলাসদর থেকেও সপ্তাহে দুই অর্থাৎ শনি ও মঙ্গলবার বাস চলবে। আলিপুরদুয়ার থেকে দুপুর ২টোয় ও মালদহ থেকে বিকেল ৩টেয় বাস ছাড়বে।

সম্প্রতি দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই সমুদ্রসৈকতের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। এতদিন দক্ষিণবঙ্গের প্রায় সব গুরুত্বপূর্ণ শহর থেকেই দিঘার বাস চালাত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। এ বার উত্তরবঙ্গের জেলাগুলি থেকেও দিঘা পর্যন্ত নিরাপদ ও আরামদায়ক সফরের ব্যবস্থা করেছে রাজ্য। উত্তরবঙ্গ সফরে গিয়ে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের সব জেলা থেকে দিঘার উদ্দেশে বাস চালু করার কথা ঘোষণা করেন। এরপরই উত্তরবঙ্গের জেলাগুলি থেকে ভলভো বাস পরিষেবার নির্ঘণ্ট প্রকাশ করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম।