• facebook
  • twitter
Monday, 13 January, 2025

পথে নেমে বাস পরিষেবা পর্যবেক্ষণে পরিবহন মন্ত্রী

প্রথমে ধর্মতলা এবং পরে অফিস পাড়া অর্থাৎ সেক্টর ফাইভে পৌঁছন মন্ত্রী। সেই সঙ্গে মন্ত্রী কথাও বলেন বাসচালক থেকে বাসযাত্রীদের সঙ্গে।

নিজস্ব চিত্র

সম্প্রতি নবান্ন বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিরস্কার শুনতে হয়েছে শিক্ষা থেকে পরিবহন দপ্তরকেও। শহর কলকাতার রাজপথে ঘণ্টার পর ঘণ্টা সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকেন পর্যাপ্ত বাসের অভাবে। এই দৃশ্য দেখেছেন খোদ মুখ্যমন্ত্রী। তবে এই পরিস্থিতি খতিয়ে দেখছে না কেন পরিবহন দপ্তর? এই প্রশ্ন তুলে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে পথে নেমে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো ব্যস্ত শহরে পর্যাপ্ত সরকারি বাস চলছে কি না, তা সরজমিনে খতিয়ে দেখতে সোমবার পথে নেমেছিলেন পরিবহন মন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন দপ্তরের সচিব সৌমিত্র মোহনও।

প্রথমে ধর্মতলা এবং পরে অফিস পাড়া অর্থাৎ সেক্টর ফাইভে পৌঁছন মন্ত্রী। সেই সঙ্গে মন্ত্রী কথাও বলেন বাসচালক থেকে বাসযাত্রীদের সঙ্গে। ঘন্টার পর ঘন্টা পথে দাঁড়িয়ে থেকেই পরিস্থিতির পর্যবেক্ষণ করেন তিনি। এ প্রসঙ্গে পরিবহন মন্ত্রীর বক্তব্য, ‘দু’মাস আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক হয়েছিল। মানুষ যাতে পর্যাপ্ত সরকারি বাস পরিষেবা পান, সেই উদ্দেশ্যে নানা রুটে ফ্রিকোয়েন্সি বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন। তারপর সমীক্ষা করে কলকাতা লাগোয়া ৩৫টি রুটকে চিহ্নিত করে বাসের সংখ্যা বাড়ানোও হয় এবং আটটি নতুন রুট চালু করা হয়। কিন্তু বর্তমানে তা যথেষ্ট নয়। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশমতো অফিস টাইমে শহরের নানা প্রান্তে গণপরিবহনের অবস্থা সরেজমিনে দেখা হচ্ছে।’

মন্ত্রী স্নেহাশিসের আরও সংযোজন, ‘সেক্টর ফাইভ থেকে মোট ১৫২টি সরকারি বাস বিভিন্ন জায়গায় যায়। যার মধ্যে এসি বাস রয়েছে ৭২টি এবং নন এসি বাস রয়েছে ৮০টি। বাস পরিষেবায় যেন কোনো খামতি না থাকে তা সুনিশ্চিত করার প্রয়াস চালাবো।’ পরিবহন দপ্তর সূত্রে খবর, মন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের পক্ষ থেকে বৃহত্তর কলকাতা জুড়ে আটটি নতুন রুট চালু করা হয়েছে। বাড়ানো হয়েছে বাসের ট্রিপ এবং সংখ্যা। তবে পর্যাপ্ত বাস এবং চালক–কন্ডাক্টরের অভাব রয়েছে। সেই অভাবও পূরণে বদ্ধপরিকর সংশ্লিষ্ট দপ্তর।