• facebook
  • twitter
Monday, 2 December, 2024

সরকারি বাস পরিষেবা

একডালিয়া, সিংহী পার্ক, বাদামতলা আষাঢ় সঙ্ঘ, মুদিয়ালি, শিবমন্দির, মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, বাগবাজার সর্বজনীন, বাগবাজার পল্লী দেখানো হবে।

ভলভো এসি বাসে কলকাতার বনেদি বাড়ির ঠাকুর দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। যাত্রা শুরু হবে ইসলামিক ট্রাম টার্মিনাস থেকে সকাল ৮টায়।

ঘোরা যাবে বদন চন্দ্র রায়ের বাড়ি, বাগবাজার হালদার বাড়ি, বেলুড় মঠ, শোভাবাজার রাজবাড়ি,ছাতুবাবু ও লাটুবাবুর বাড়ি, রানি রাসমণির বাড়ি, বেহালা রায় বাড়ি, বেহালা সোনার দুর্গা বাড়ি, সাবর্ণ রায় চৌধুরী বাড়ির আটচালার পুজো, সাবর্ণ রায় চৌধুরীদের মেজ বাড়ির পুজো। স্ন্যাক্স সমেত জনপ্রতি ২০০০ টাকা। পরিষেবা মিলবে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমী-তে।

এছাড়া এসপ্ল্যানেড ও বারাসাত থেকে এসি ও আরামদায়ক ভলভো বাসে কলকাতার পুজোগুলি দেখার সুযোগ থাকছে। একডালিয়া, সিংহী পার্ক, বাদামতলা আষাঢ় সঙ্ঘ, মুদিয়ালি, শিবমন্দির, মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, বাগবাজার সর্বজনীন, বাগবাজার পল্লী দেখানো হবে।

এক্ষেত্রে স্ন্যাকস সহযোগে বারাসাত থেকে জনপ্রতি ভাড়া লাগবে ২১০০ টাকা এবং এসপ্ল্যানেড থেকে ২০০০ টাকা। এই পরিষেবা মিলবে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী। সকাল ন’টায় ছাড়বে বাস এবং যাত্রা শেষে একই জায়গায় ফিরে আসবে।