আরজি কর মেডিক্যালে মৃত তরুণী চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আগ্রহ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে ইমেল পাঠিয়েছিলেন নির্যাতিতার বাবা–মা। এরপরই মৃত চিকিৎসকের বাবা–মায়ের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা করাতে উদ্যোগী হয়েছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। অপরদিকে তৃণমূলের একাংশের মতে, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যই বিজেপির তরফে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরজি কর কাণ্ডের পর রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে। রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হয়েছেন মানুষ। এই আন্দোলনে গা ভাসিয়ে ময়দানে নেমেছে বিজেপিও। কিন্তু তাঁদের সেই আন্দোলন মানুষের মনে বিশেষ দাগ কাটতে পারেনি। এবার তাই অমিত শাহকে হাতিয়ার করে আরজি কর কাণ্ডে আন্দোলন আরও তীব্র করতে চলেছে বিজেপি। এবিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোনও সদর্থক ব্যবস্থা নেবেন বলে আশাবাদী নেতৃত্ব। এই পরিস্থিতিতে নির্যাতিতার বাবা–মায়ের সঙ্গে অমিত শাহের সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।