• facebook
  • twitter
Thursday, 31 July, 2025

কুয়াশার প্রকোপে দুর্ঘটনা, মৃত্যু অ্যাম্বুলেন্স চালকের

শীতের সকালে রোগী নিয়ে তীব্র গতিতে ছুটছিল নিশ্চয়যান। তবে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রায় শুন্য হওয়ায় ঘটল অঘটন।

প্রতীকী চিত্র।

শীতের সকালে রোগী নিয়ে তীব্র গতিতে ছুটছিল নিশ্চয়যান। তবে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রায় শূন্য হওয়ায় ঘটল অঘটন। দেখতে না পেয়ে কন্টেনার বোঝাই লরির পিছনে ধাক্কা মেরে ঘটনাস্থলেই মৃত্যু হল অ্যাম্বুল্যান্স চালকের। গুরুতর আহত রোগী-সহ চারজন। সোমবার সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার বামনপুকুরের কাছে।

সূত্রের খবর, চন্দ্রকোনা টাউনের তাতারপুরের এক রোগীকে নিয়ে ভুবনেশ্বরের এইমসে যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। তার মধ্যে ছিল প্রিয়ব্রত রায়, সুব্রত রায়, অবিনাশ রায় এবং অজয় মণ্ডল নামে চারজন। স্থানীয় সূত্রে খবর, পাশ কাটাতে গিয়ে সামনের কন্টেনার বোঝাই লরিতে ধাক্কা মারে সেটি। বিকট শব্ধ পেয়ে ছুটে যান স্থানীয়েরা। একে একে সকলকে বের করে আনা গেলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় ইশ্বরচন্দ্র সর্দার (৪০) নামে ওই অ্যাম্বুল্যান্স চালকের। তিনি বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।

অন্যদিকে বাকিদের উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় দাঁতন গ্রামীণ হাসপাতালে। তবে সকলের অবস্থার ক্রমেই অবনতি হতে থাকলে পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় সকলকে। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের প্রাথমিক অনুমান, কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা।

News Hub