• facebook
  • twitter
Saturday, 14 September, 2024

দাঁতে আর চোয়ালের ব্যথাও কিন্ত হার্ট অ্যাটাকের লক্ষণ

আজকাল হার্ট অ্যাটাকের সমস্যা প্রচুর পরিমাণে বেডে়ছে৷ রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ার প্রাথমিক উপসর্গ হল, একটু হাঁটা-চলা করলে বা একটু বেশি কাজ করলেই হাঁফিয়ে পড়বেন৷ হাঁফিয়ে পড়ার অবশ্য আরও নানা কারণ থাকতে পারে৷ তাই রক্ত পরীক্ষা করার না করলে কোলেস্টেরল বাড়লে অনেকেই বুঝতে পারেন না৷ এখন আর হার্ট অ্যাটাকের আলাদা করে কোনও বয়স হয় না৷ যে

আজকাল হার্ট অ্যাটাকের সমস্যা প্রচুর পরিমাণে বেডে়ছে৷ রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ার প্রাথমিক উপসর্গ হল, একটু হাঁটা-চলা করলে বা একটু বেশি কাজ করলেই হাঁফিয়ে পড়বেন৷ হাঁফিয়ে পড়ার অবশ্য আরও নানা কারণ থাকতে পারে৷ তাই রক্ত পরীক্ষা করার না করলে কোলেস্টেরল বাড়লে অনেকেই বুঝতে পারেন না৷

এখন আর হার্ট অ্যাটাকের আলাদা করে কোনও বয়স হয় না৷ যে কোনও বয়সের মানুষই হার্ট অ্যাটাকের শিকার হন৷ হার্ট অ্যাটাক এমন একটি মারাত্মক রোগে পরিণত হয়েছে যে প্রতি বছর লাখ লাখ মানুষ এর কারণে প্রাণ হারায়৷

কিন্ত্ত শুধু বুকে ব্যথা ছাড়াও শ্বাস নিতে অসুবিধা, হাতে ব্যথা, দাঁত ও মাডি়তে ব্যথা এবং তা থেকে রক্তপাত আরও অনেক কিছুই হয়৷ চিকিৎসকদের মতে, দাঁত ও মাডি়তে ময়লা জমে হার্টের শিরায় ময়লা জমতে শুরু করে৷ যার কারণে শিরা ব্লক হওয়ার আশঙ্কা বেডে় যায়৷ দাঁতে ব্যথা এবং মাডি় ফুলে যাওয়া এবং রক্ত পড়া হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়৷ যার কারণে দাঁতে ব্যথা হয়৷ সেই ব্যথা ক্রমশ বাড়তে থাকা এবং দাঁত ফুলে যাওয়া, সেই সঙ্গে দাঁত থেকে রক্তপাত৷ তাছাড়া অত্যধিক পরিমাণে ঘাম হওয়া, সব কিছুই হার্ট অ্যাটাকের লক্ষণ৷ তাই এই লক্ষণগুলি আপনার মধ্যে দেখা গেলে, তা রেড অ্যালার্ট৷ অর্থাৎ এডি়য়ে গেলে জীবন বাঁচাতে পারবেন না৷ তাই আগে থেকেই সতর্ক হোন৷