নিরামিষের দিনে চটজলদি বানিয়ে ফেলুন বাঁধাকপির পাতুরি।

Written by SNS June 7, 2023 12:14 pm
কলকাতা:- নিরামিষের দিনে একই রান্না খেতে খেতে মুখে অরুচি হয় গেছে। ভাবতেই থাকেন কি রান্না করবেন। নানা মানুষের নানারকম মুখের স্বাদ। তাই নিরামিষের দিনে মুখে স্বাদ আনতে বানিয়ে ফেলুন, বাঁধাকপির পাতুরি।
উপকরণ:-
•বাঁধাকপি (১ টা),
•নারকেল ( আধ মালা , কোরানো),
•গোটা কাঁচালঙ্কা (৬-৭ টি) ,
•কাঁচালঙ্কা বাটা (১ চামচ),
•হলুদ গুঁড়ো ( আধ চামচ),
•সর্ষে-পোস্ত বাটা ( বড় ২ চামচ ),
•সর্ষের তেল ( পরিমাণমতো ),
•নুন (স্বাদমতো) ,
•চিনি (প্রয়োজনমতো),
•ধনেপাতা কুচি ( ১ চামচ),
•লেবু ( ১টি),
•কলাপাতা (কয়েকটি),
•কাসুন্দি।
পদ্ধতি:-
কুচানো বাঁধাকপির সঙ্গে নারকেল কোরানো, কাঁচালঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, সর্ষে-পোস্ত বাটা, নুন,চিনি, ও সর্ষের তেল দিয়ে ভাল করে মেখে নিন। এরপর কলাপাতা সেঁকে নিয়ে এবং তেল মাখিয়ে তার ওপর মণ্ডটি দিন। সঙ্গে ১টি কাঁচালঙ্কা দিয়ে ভাল করে মুড়ে নিন। এরপর ১টি ননস্টিক প্যানে তেল দিয়ে পাতুরিগুলো দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিন। এক পিঠ ভাজা হলে অন্য পিঠেটিও ভাল করে ভেজে নিন। পাতুরি তৈরি হয়ে গেলে গরম গরম ভাতের সঙ্গে কাঁচালঙ্কা, লেবু ও কাসুন্দির সঙ্গে পরিবেশন করুন।