সন্ত্রাসবাদ দমন ও জঙ্গি নিকেশ করতে বিজেপি’কে ভােট দিন : মােদি

শ্রীলঙ্কায় বিস্ফোরণের ঘটনার কঠোর নিন্দা করে প্রধানমন্ত্রী মােদি বলেন, ‘প্রতিবেশি দ্বীপরাষ্ট্রে জঙ্গি হামলার ঘটনা নিন্দনীয়। সন্ত্রাসবাদ দমন করতে আন্তর্জাতিক শক্তিগুলােকে জোট করে লড়াই চালাতে হবে। দেশের জনগণকে বলব, ভারতীয় জনতা পার্টিকে ভােট দিন যাতে সন্ত্রাসবাদ দমনে ভারত অগ্রণী ভূমিকা নিতে পারে।’

Written by SNS Jaipur | April 22, 2019 7:52 am

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo: IANS)

শ্রীলঙ্কায় বিস্ফোরণের ঘটনার কঠোর নিন্দা করে প্রধানমন্ত্রী মােদি বলেন, ‘প্রতিবেশি দ্বীপরাষ্ট্রে জঙ্গি হামলার ঘটনা নিন্দনীয়। সন্ত্রাসবাদ দমন করতে আন্তর্জাতিক শক্তিগুলােকে জোট করে লড়াই চালাতে হবে। দেশের জনগণকে বলব, ভারতীয় জনতা পার্টিকে ভােট দিন যাতে সন্ত্রাসবাদ দমনে ভারত অগ্রণী ভূমিকা নিতে পারে।’

চিতােরগড়ে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘প্রতিবেশী দেশের তিনটি গির্জায় ও হােটেলে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানাে হয়েছে। ভারত প্রতিবেশী দেশকে সমস্ত ধরনের সহায়তা করতে প্রস্তুত। গির্জায় হামলা চালিয়ে নিরীহ জনগণকে হত্যা করা হয়েছে। আমি সমবেদনা জানাই।’

সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মােদি বলেন, ‘আপনারা যখন ভােট দিতে যাবেন তখন পদ্ম ফুলের পাশে বােতাম। টিপবেন- মনে রাখবেন, সন্ত্রাসবাদ দমন ও জঙ্গি নিকেশ করার জন্য ওই বােতাম টিপে ভােট দিচ্ছেন। আপনার নিজের আঙুলে ক্ষমতা রয়েছে। আপনারাই তাে সন্ত্রাস দমনে আমার মনােবল ও শক্তি বৃদ্ধির উৎস।’

পাকিস্তানের কবল থেকে ভারতীয় বায়ুসেনা পাইলটকে ফিরিয়ে আনা ও ট্রাম্প প্রশাসনের দাবি নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী মােদি। পাকিস্তানের ওপর চাপ দেওয়ার পরই তারা ভারতীয় পাইলটকে ছেড়ে দেয়। মােদি বলেন, ‘পাকিস্তানকে সতর্ক করে বার্তা পাঠানাে হয়েছিল, ভারতীয় বায়ুসেনা অফিসার ও পাইলট অভিনন্দন বর্তমানকে ফেরত না দিলে তার ফল ভয়ঙ্কর হবে। তারপরই পাকিস্তান ওয়াঘা সীমান্ত দিয়ে বায়ুসেনা পাইলটকে ফেরত পাঠায়।’

গুজরাতে নির্বাচনী প্রচারে গিয়ে তিনি বলেন, ‘মার্কিন প্রশাসনের তরফে দাবি করা হয়েছে ভারত বারােটি ক্ষেপণাস্ত্র তৈরি করে রেখেছে। পাকিস্তান কোনওভাবে ভারতীয় বায়ুসেনার পাইলটকে যদি ফেরত না দেয়, তাহলে যে কোনও মুহুর্তে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। তাতে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। তা নিয়ে প্রধানমন্ত্রীর ওপর চাপ সৃষ্টি করার পরের দিন পাইলটকে ফেরত পাঠানাের ঘােষণা করে।’

তিনি বলেন, ‘এটা আমেরিকা বলেছে আমি এখন কিছু বলব না। যখন সময় হবে তখন আমি বলব। পাকিস্তানকে আমি সতর্ক করে বলেছিলাম, যদি আমাদের পাইলটের ওপর কোনও ধরনের অত্যাচার করা হয়, তাহলে পাকিস্তানকে বলতে শােনা যাবে মােদি আমাদের সঙ্গে এটা কি করল।’

মার্কিন যুক্তরাষ্ট, সংযুক্ত আরব আমিরশাহী ও সৌদি আরব প্রশাসন সহ আন্তর্জাতিক মহলের চাপের মুখে পাকিস্তান ভারতীয় বায়ুসেনা পাইলটকে ছেড়ে দেয়। ভারতীয় বায়ুসেনাকে পাকিস্তান থেকে ফেরত পাঠানাের নেপথ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। সংযুক্ত আরব আমিরশাহীর যুবরাজ শেখ মহম্মদ বিন জায়েদ, পাক প্রধানমন্ত্র ইমরান খানকে ও প্রধানমন্ত্রী মােদিকে ফোন করেছিলেন। সৌদি অর্থমন্ত্রী ইসলামাবাদে উড়ে গেছিলেন। যদিও প্রশাসনের তরফে পাকিস্তানের ওপর আর্ন্তজাতিক মহলের চাপের কোনও উল্লেখ করা হয়নি।