একই বিমানসজ্জায় সহকর্মী বাবা ও মেয়ে! যুদ্ধবিমান ওড়ালেন একসঙ্গেই, ভারতীয় বায়ুসেনায় ইতিহাস

নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল ভারতীয় বায়ুসেনা । একসঙ্গে বিমান উড়িয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন সঞ্জয় শর্মা এবং তাঁর মেয়ে অনন্যা শর্মা।

Written by SNS Delhi | July 6, 2022 10:19 pm

একই বিমানসজ্জায় যুদ্ধবিমান ওড়ালেন বাবা ও মেয়ে ! নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল ভারতীয় বায়ুসেনা । একসঙ্গে বিমান উড়িয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন সঞ্জয় শর্মা এবং তাঁর মেয়ে অনন্যা শর্মা।

 

ভারতীয় বায়ুসেনার এয়ার কমোডোর সঞ্জয় শর্মা। তাঁর মেয়ে অনন্যা বায়ুসেনার একজন ফ্লাইং অফিসার। গত ৩০ মে কর্নাটকের বিদরের এয়ার ফোর্স স্টেশনে হক-১৩২ অ্যাডভান্সড জেট ট্রেনার্স বিমানসজ্জায় একসঙ্গে ফাইটার প্লেন ওড়ান তাঁরা। বাপ-বেটিতে মিলে ইতিহাস গড়েন বায়ুসেনায়। এমন নজির এর আগে কখনও তৈরি হয়নি।

 

আকাশে সারে সারে যুদ্ধবিমান সাজিয়ে যুদ্ধের নকশা আঁকা হয়। তাকেই বলে বিমানসজ্জা। সেখানেই একসঙ্গে অংশ নিয়েছিলেন সঞ্জয় এবং অনন্যা।

 

আইএএফ সূত্রের খবর, বর্তমানে ফ্লাইং অফিসার অনন্যা শর্মার প্রশিক্ষণ চলছে। ভবিষ্যতে আরও দ্রুতগতি সম্পন্ন, শক্তিশালী যুদ্ধবিমান চালাবেন তিনি। ভারতীয় বায়ুসেনায় এমন ঘটনা এর আগে দেখা যায়নি যেখানে একই বিমানসজ্জায় বাবা ও মেয়ে একসঙ্গে বিমান চালিয়েছেন।

 

বিমান ওড়ানোর সময় ব্যক্তিগত সম্পর্ক তাঁরা কেউ মনেই রাখেননি। দুজনেই সেখানে সহকর্মী, দেশের জন্য নিবেদিতপ্রাণ। একে অপরের উপর সহকর্মীর মতো ভরসা রেখেই মিশন সম্পূর্ণ করেছেন তাঁরা।

 

বাবাকে দেখেই যুদ্ধবিমান ওড়ানোর ইচ্ছে প্রথম কুঁড়ি হয়ে জেগে উঠেছিল অনন্যার মনে। নিজেকে ছোট থেকে সেইভাবেই প্রস্তুত করেছেন তিনি। বাবার মতো তিনিও ফাইটার পাইলট হতে চাইতেন। বড় হয়ে সে স্বপ্ন শুধু পূরণই করেননি, সেই বাবার সঙ্গেই একই ফরমেশনে বিমান উড়িয়েছেন নিজেও! গতবছর ডিসেম্বরেই ভারতীয় বায়ুসেনায় হাতেখড়ি হয়েছে অনন্যা শর্মার। বায়ুসেনায় ফাইটার পাইলট হিসেবে মহিলাদের প্রবেশ শুরু হয়েছে ২০১৬ সালে।