বায়ুসেনার নতুন প্রধান বি আর চৌধুরি

ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান হচ্ছেন এয়ার মার্শাল বিক্রম রাম চৌধুরি। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এ খবর জানানাে হয়েছে।

Written by SNS Delhi | September 22, 2021 12:53 am

বি আর চৌধুরি (Photo:SNS)

ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান হচ্ছেন এয়ার মার্শাল বিক্রম রাম চৌধুরি। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এ খবর জানানাে হয়েছে। চলতি মাসের শেষে বায়ুসেনা প্রধানের পদ থেকে এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়ার মেয়াদ শেষ হচ্ছে। তার অবসরের পর নতুন চিফ অফ এয়ার স্টাফ হিসেবে দায়িত্ব নেবেন বিক্রম রাম চৌধুরি।

এই মুহূর্তে তিনি ভারতীয় বায়ুসেনার চিফ মার্শাল পদে রয়েছেন। ভাদুরিয়ার সময়ে বায়ুসেনায় যুক্ত হয়েছে রাফাল যুদ্ধবিমান। তার দু’বছরের কার্যকাল বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

চলতি বছরের জুলাই মাসে ভাইস চিফ অফ এয়ার স্টাফ পদে দায়িত্বভার পান বিক্রম রাম চৌধুরি। তার আগে ভারতীয় বায়ুসনার ওয়েস্টার্ন কম্যান্ডের দায়িত্বে ছিলেন তিনি।

এই ওয়েস্টার্ন কম্যান্ডের মধ্যেই পড়ে লাদাখ। ওয়েস্টার্ন কম্যান্ড ভারতীয় বায়ুসেনার জন্য ভীষণ জরুরি। বি কে চৌধুরি ১৯৮২ সালের ২৯ ডিসেম্বর ফাইটার পাইলট হিসেবে কাজ শুরু করেন। তার ৩ হাজার ৮০০ ঘণ্টা বিমান চালানাের অভিজ্ঞতা রয়েছে।