আমেরিকার পর ইউরোপে (Europe) ফের ছড়াচ্ছে সন্ত্রাসের বিষ। একাধিক দেশে জঙ্গি হামলার ঘটনা সামনে আসছে। সেই তালিকায় নবতম সংযোজন ইউরোপের অন্যতম শান্তিপ্রিয় দেশ ডেনমার্কের (Denmark) শপিং মলে এলোপাথাড়ি গুলি (Shooting)।
রবিবার রাজধানী কোপেনহেগেনের ব্যস্ত এক শপিং মলে ঢুকে তাণ্ডব চালায় বন্দুকবাজ। এলোপাথাড়ি গুলিতে ঝাঁজরা হয়ে যায় অন্তত তিনজনের শরীর। গুরুতর জখম আরও তিনজন।
Advertisement
পুলিশের হাতে অবশ্য ধরা পড়েছে আততায়ী। ২২ বছরের ধৃত যুবক ডেনমার্কেরই বাসিন্দা বলে খবর পুলিশ সূত্রে।
Advertisement
রবিবার কোপেনহেগেনের অন্যতম ব্যস্ত শপিং মলে (Shopping Mall) আচমকাই ঢুকে পড়ে এক বন্দুকবাজ। তার পরনের ছিল হাফ প্যান্ট, স্লিভলেস শার্ট, হাতে রাইফেল (Rifle)।
সেই রাইফেল দিয়ে গুলি ছুঁড়তে শুরু করে। ভিড়ের মাঝে গুলির শব্দ শুনে ত্রস্ত হয়ে পড়েন ক্রেতারা। পালাতে গিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।
সঙ্গে সঙ্গে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ততক্ষণে বেশ কয়েকজন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছেন।
পুলিশ জানায়, তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। নিহতদের মধ্যে ২ জনই যুবক বলে জানা গিয়েছে। জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
Advertisement



