জাতীয় সংগীত থেকে বাদ ‘উৎকল-বঙ্গ’, যোগীর রাজ্যে বইয়ে মারাত্মক ভুল  

Written by SNS September 14, 2022 3:11 pm
লখনউ, ১৪ সেপ্টেম্বর– দেশের প্রতি সন্মান শেখাতে পড়ুয়াদের বইতে ছাপা হয়েছে জাতীয় সংগীত। আর সেই জাতীয় সংগীটাই ভুল ছাপা হল। এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে ।

দেখা যাচ্ছে পঞ্চম শ্রেণির হিন্দি টেক্সট বইয়ে যে জাতীয় সঙ্গীত ছাপা রয়েছে সেখানে ‘উৎকল, বঙ্গ’ শব্দ দু’টি নেই। অর্থাৎ লাইনটি রয়েছে এই রকম

‘পাঞ্জাব সিন্ধু গুজরাত মারাঠা দ্রাবিড়।’ তারপর আবার শুরু হচ্ছে ‘বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা’ দিয়ে।  

এই গুরুতর ত্রুটি সামনে আসতেই নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ সরকার। যদিও ইতিমধ্যে আড়াই থেকে তিন লক্ষ ছেলেমেয়েকে বই দেওয়া হয়ে গিয়েছে। শিক্ষা দফতরের সচিবের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। যদিও শিক্ষা দফতরের এক আধিকারিক বলেছেন, গোল বাঁধিয়েছে প্রকাশনী সংস্থা। তারাই বিকৃত জাতীয় সঙ্গীত ছেপেছে। সেই সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নিচ্ছে সরকার। জাতীয় সঙ্গীতের অবমাননা করার মামলা রুজু হয়েছে ওই সংস্থার বিরুদ্ধে।