ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন পূর্ব বর্ধমানের এক গৃহবধূ। তার বাড়ি কালনা মহকুমার পূর্বস্থলী ২ ব্লকের ডাক্তার পাড়া এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার থেকেই চরম উৎকণ্ঠায় ওই পরিবারের লোকজন। এ ব্যাপারে পূর্বস্থলী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, প্রায় এক বছর আগে ওই এলাকার বাসিন্দা দেবিকা দাস তার স্বামীসহ জীবিকার তাগিদে কেরালায় পাড়ি দেন। দেবিকার স্বামী সেখানে সেনিটারি কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং দেবিকা একটি পরিবারের বাড়িতে রাঁধুনীর কাজ করতেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় সাত দিন আগে হঠাৎই দেবিকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বহু খোঁজাখুঁজির পর তার খোঁজ না মেলায় দেবিকার পরিবার কেরালার স্থানীয় থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
বুধবার পূর্বস্থলী থানায় এসে দেবিকা দাসের বাবা বাসুদেব দাস জানান, আমাদের মেয়ের সঙ্গে জামাইয়ের কোনো ঝগড়া হয়েছে কিনা, সে বিষয়ে আমরা নিশ্চিত নই। তবে জামাই ফোন করে জানায়, মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা খুবই চিন্তিত, তাই আবারও পূর্বস্থলী থানার দ্বারস্থ হয়েছি। পরিবার ও স্থানীয়রা দ্রুত দেবিকার সন্ধান চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছেন। পূর্বস্থলী থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ঘটনার বিষয়ে কেরালা পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
Advertisement