• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুরাতন মালদহে নিখোঁজ কিশোর, এলাকায় চাঞ্চল্য

অঙ্কুশের বাবা সঞ্জয় মহালদার পেশায় রাজমিস্ত্রি। তার মা একজন গৃহবধূ। পরিবারের সদস্যরা অঙ্কুশের দ্রুত ফিরে আসার জন্য প্রার্থনা করছেন।

পুরাতন মালদা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকায় এক নাবালক কিশোর নিখোঁজ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিখোঁজ কিশোরের নাম অঙ্কুশ মহালদার। তার বয়স ১৩ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, কালীপূজার দিন সোমবার সন্ধ্যায় নতুন জামা কাপড় পরে বাড়ি থেকে বেরিয়ে যায় অঙ্কুশ। এরপর থেকেই সে আর ফেরেনি। দীর্ঘ সময় কেটে গেলেও তার কোনও খোঁজ পাওয়া যায়নি।

হতাশাগ্রস্ত পরিবার ইতিমধ্যেই পুরাতন মালদা থানায় একটি নিখোঁজের ডায়েরি করেছে। বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ পরিবারের সঙ্গে দেখা করেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা। তিনি পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের আশ্বস্ত করেন এবং থানার তরফেও খোঁজ চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। আরও জানা গিয়েছে, সামাজিক মাধ্যমে তার ছবি দিয়ে প্রচার চালানো হচ্ছে, যাতে দ্রুত তাকে খুঁজে পাওয়া যায়। তবে পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় পুলিশ জোর তল্লাশি শুরু করেছে।

Advertisement

পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, অঙ্কুশ মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল। পুজোর এই আনন্দের মরসুমে এমন এক ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে বিষাদের ছায়া। অঙ্কুশের বাবা সঞ্জয় মহালদার পেশায় রাজমিস্ত্রি। তার মা একজন গৃহবধূ। পরিবারের সদস্যরা অঙ্কুশের দ্রুত ফিরে আসার জন্য প্রার্থনা করছেন।

Advertisement

Advertisement