• facebook
  • twitter
Friday, 5 December, 2025

‘শহুরে নকশালদের গুজরাতে ঢুকতে দেওয়া হবে না’, সতর্কবার্তা মোদির 

ভদোদরা, ১০ অক্টোবর– নিজের শহর বলে কথা। তাই সেখানে কোনো রাখ-ঢাকও করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  সোমবার নিজের রাজ্যে গিয়ে মোদির বক্তব্য, ভোল পাল্টে গুজরাতে ঢোকার চেষ্টা করছেন ‘শহুরে নকশালরা’! সেই সঙ্গে প্রধানমন্ত্রীর স্পষ্ট সাবধানবাণী, ‘শহুরে নকশাল’দের গুজরাতে ঢুকতে দেওয়া হবে না। গুজরাতের ভারুচ জেলায় প্রথম ‘বাল্ক ড্রাগ পার্কে’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এ নিয়ে মন্তব্য

ভদোদরা, ১০ অক্টোবর– নিজের শহর বলে কথা। তাই সেখানে কোনো রাখ-ঢাকও করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  সোমবার নিজের রাজ্যে গিয়ে মোদির বক্তব্য, ভোল পাল্টে গুজরাতে ঢোকার চেষ্টা করছেন ‘শহুরে নকশালরা’! সেই সঙ্গে প্রধানমন্ত্রীর স্পষ্ট সাবধানবাণী, ‘শহুরে নকশাল’দের গুজরাতে ঢুকতে দেওয়া হবে না।

গুজরাতের ভারুচ জেলায় প্রথম ‘বাল্ক ড্রাগ পার্কে’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এ নিয়ে মন্তব্য করেছেন মোদি। বলেছেন, ‘‘ভোল বদলে নতুন অবতারে রাজ্যে ঢোকার চেষ্টা করছেন শহুরে নকশালরা। তাঁরা তাঁদের পোশাক বদলে ফেলেছেন। তাঁদের অনুসরণ করার জন্য আমাদের প্রাণোজ্জ্বল ও নিরীহ তরুণদের ভুল বোঝানো হচ্ছে।’’

Advertisement

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘ওঁদের হাতে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস হতে দেব না। যাঁরা দেশকে ধ্বংস করার কাজে ব্রতী হয়েছেন, সেই সব শহুরে নকশাল সম্পর্কে আমাদের ছেলেমেয়েদের সচেতন করতে হবে। ওঁরা বিদেশি শক্তির এজেন্ট। ওঁদের কাছে মাথা নোয়াবে না গুজরাত। ওঁদের ধ্বংস করবে এই রাজ্য।’’

Advertisement

প্রসঙ্গত, যে প্রেক্ষাপটে ‘শহুরে নকশাল’দের নিশানা করলেন মোদি, তা রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। বছর শেষেই রয়েছে গুজরাতে বিধানসভা নির্বাচন। এই প্রথম সে রাজ্যে ভোটের লড়াইয়ে সামিল হচ্ছে অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)। গত কয়েক দিন ধরেই গুজরাতে কেজরির সক্রিয় উপস্থিতি দেখা যাচ্ছে। 

Advertisement