জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে সিলিন্ডার বাস্ট করে মর্মান্তিক দুর্ঘটনা 

Written by SNS November 5, 2022 2:56 pm

 নাদিয়া,৫ নভেম্বর — বিসর্জনে সাধারণত শোনা যায় দাঙ্গা বা ঝামেলার খবর।কিন্তু এবার নদীয়ার শান্তিপুর এলাকায় দুর্ঘটনা ঘটলো সিলিন্ডার বাস্ট হয়ে। জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা চলার সময় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা।এক গ্যাস বেলুন বিক্রেতার সিলিন্ডার ফেটে মারাত্মক বিস্ফোরণ হয়।ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে খবর।শোভাযাত্রায় উপস্থিত আরও অনেকে আহত হয়েছেন।একে তো বিসর্জনে প্রচুর মানুষের ভিড়,তারপর সিলিন্ডার বাস্ট , নদীয়ার শান্তিপুর সুত্রাগড় অঞ্চলে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় রাস্তার ধারেই এক গ্যাস বেলুন বিক্রেতা বেলুন বিক্রি করছিলেন।সেখানে বাচ্চাদের ভিড়ও ছিল।আচমকাই বিস্ফোরণের আওয়াজে  লোকজন ছুটোছুটি শুরু করে দেন।সেই বিস্ফোরণে ক্ষত বিক্ষত হয়ে যায় বেলুন বিক্রেতার শরীর।আহত হয় আশপাশে দাঁড়িয়ে থাকা মানুষও।  ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির।স্থানীয়রা বলছেন,  দুর্ঘটনায় তিন শিশু সহ অনেকেই গুরুতর জখম হয়েছেন।কী ভাবে গ্যাস বেলুন সিলিন্ডার বাস্ট করে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। সেদিন জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। এই দুর্ঘটনা তাঁদেরও দুশ্চিন্তায় ফেলেছে। আজ সকালে ঘটনাস্থলে যান শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ।