• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কাদাপাড়ার জগদ্ধাত্রী পুজোয় এবারের থিম ভ্যান গঘের ‘স্টারি নাইট’

পুজোর সদস্য গীতিকার সুব্রত বারিশওয়ালা জানান, এই নক্ষত্রময় আকাশ শুধুই শিল্প নয়— এটি দেবী জগদ্ধাত্রীর অসীম শক্তি ও সৃষ্টির প্রতীক।

নিজস্ব চিত্র

শুভম বোস

তারা-ভরা আকাশ। নীল রাতের আলোছায়ার খেলা। আর তাতে মিশে থাকা এক অদ্ভুত শান্তির ছোঁয়া এমন এক স্বপ্নজগৎ তৈরি করেছে কাদাপাড়া পল্লীবাসীবৃন্দের ১৩তম বর্ষের জগদ্ধাত্রী পুজো। এ বছরে তাঁদের থিম ‘অনন্ত নক্ষত্রবীথি’। তাঁরা এই থিমের অনুপ্রেরণা পেয়েছে বিশ্ববিখ্যাত ডাচ শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের অমর সৃষ্টি ‘স্টারি নাইট’ থেকে।

Advertisement

প্রসঙ্গত, ভ্যান গঘ ১৮৮৯ সালে ফ্রান্সের সেন্ট-রেমি-দে-প্রোভঁস অঞ্চলের একটি আশ্রমে থাকাকালীন এই চিত্রটি আঁকেন। মানসিক অস্থিরতা ও নিঃসঙ্গতার মধ্যেও তিনি সৃষ্টি করেছিলেন এক নক্ষত্রখচিত আকাশ, যা আজও মানবমনের সৃজনশীলতার প্রতীক। সেই আকাশই যেন নতুন রূপে জীবন্ত হয়ে উঠেছে কাদাপাড়ার পুজো মণ্ডপে।

Advertisement

থিমের ভাবনায় শিল্পী মনোজিৎ সরকার। আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন শঙ্কর দাস। এই পুজো মন্ডপে প্রবেশ করলেই চোখে পড়বে ভ্যান গঘের স্টারি নাইটের রঙের ছোঁয়া— নীল, সোনালি ও সাদা আলোর মিশ্রণে তৈরি এক অনন্ত নক্ষত্রবীথি। স্থানীয় শিল্পীদের তৈরি গ্রাফিক্স ও সাজসজ্জাও থিমের সৌন্দর্য বাড়িয়েছে।

পুজোর সদস্য গীতিকার সুব্রত বারিশওয়ালা জানান, এই নক্ষত্রময় আকাশ শুধুই শিল্প নয়— এটি দেবী জগদ্ধাত্রীর অসীম শক্তি ও সৃষ্টির প্রতীক। এখানে সকলকে আহ্বান জানাব, আমাদের পুজোয় এসে শিল্প ও ভক্তির মেলবন্ধন দেখে যান।

কদাপাড়া পল্লীবাসীবৃন্দের সদস্যদের কথায়, আমাদের জগদ্ধাত্রী মা শুধু শক্তির প্রতীক নন, তিনি আলো, সৃষ্টিশীলতা ও আশার দেবী। সেই ভাবনাই আমরা খুঁজেছি ভ্যান গঘের স্টারি নাইটের মধ্যেও।

Advertisement