• facebook
  • twitter
Tuesday, 30 December, 2025

মর্মান্তিক দুর্ঘটনায় জামাই মৃত, শাশুড়ি  আহত

গুরুতর জখম অবস্থায় জামাই ও শাশুড়িকে উদ্ধার করে স্থানীয়রা মেমারি গ্রামীন হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। চিকিৎসক দুই আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা করেন।

প্রতীকী চিত্র

মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার  পাহাড়হাটি – মেমারি রোডে আমাদপুর রথতলা মোড় সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। গুরুতর আহত হয়েছেন আর এক মহিলা। স্থানীয় সূত্রে জানা যায় এদিন পাহাড়হাটি থেকে মেমারির দিকে বাইকে করে যাচ্ছিলেন পাহাড়হাটি ধনুইয়ের বাসিন্দা সজল সাহা ও তাঁর শাশুড়ি মেমারির কেন্নার বাসিন্দা মহামায়া ঘোষ ।
অন্যদিকে, মেমারির দিক থেকে একটি ছোট হাতি  গাড়ি দ্রুতগতিতে পাহাড়হাটির দিকে যাচ্ছিলো। রথতলার মোড় সংলগ্ন এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা মেরে পালিয়ে যায় ছোট হাতি টেম্পোটি।
গুরুতর জখম অবস্থায় জামাই ও শাশুড়িকে উদ্ধার করে স্থানীয়রা মেমারি গ্রামীন হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। চিকিৎসক দুই আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা করেন। পরবর্তী সময়ে পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় দুজনকে বর্ধমান হাসপাতালে রেফার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, এদিন বেলায় জামাই  সজল সাহার মৃত্যু হয় বর্ধমানের অনাময় হাসপাতালে।  বিকালে শাশুড়ি মহামায়া ঘোষের অবস্থা আশংকাজনক  হওয়ায় তাঁকে কলকাতায় হাসপাতালে রেফার করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

Advertisement