• facebook
  • twitter
Saturday, 14 September, 2024

ফোনে রাম মন্দির উড়িয়ে দেওয়া হুমকি, অযোধ্যা জুড়ে আতঙ্ক, বাড়ল নিরাপত্তা

অযোধ্যা,৩ ফেব্রুয়ারি — বৃহস্পতিবারই নেপাল থেকে এসেছে রামলাল পূর্ণবয়  মূর্তি গোড়ার শালগ্রাম। আর এদিন রাতেই নির্মীয়মাণ রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ফোন এল কর্তৃপক্ষ। হুমকি ফোন ঘিরে আতঙ্কের পরিবেশ অযোধ্যা জুড়ে। তড়িঘড়ি বাড়ল নিরাপত্তা। উত্তর প্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে বিস্ফোরণে মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দেন। তিনি কে, কোথা থেকে

অযোধ্যা,৩ ফেব্রুয়ারি — বৃহস্পতিবারই নেপাল থেকে এসেছে রামলাল পূর্ণবয়  মূর্তি গোড়ার শালগ্রাম। আর এদিন রাতেই নির্মীয়মাণ রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ফোন এল কর্তৃপক্ষ। হুমকি ফোন ঘিরে আতঙ্কের পরিবেশ অযোধ্যা জুড়ে। তড়িঘড়ি বাড়ল নিরাপত্তা। উত্তর প্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে বিস্ফোরণে মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দেন। তিনি কে, কোথা থেকে ফোন করেছেন, সেসব খতিয়ে দেখছে পুলিশ। দায়ের হয়েছে মামলা। 

২০২৪ সালের মকর সংক্রান্তিতেই রাম মন্দিরের গর্ভগৃহে নতুন রামলালার মূর্তি স্থাপন করার লক্ষ্য নিয়েছে রাম মন্দির ট্রাস্ট। কাজ এগোচ্ছে সেই ভাবেই। আসলে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির বড় তুরুপের তাস হতে চলেছে বিজেপির কাছে। কিন্তু সেই লক্ষ্যে আচমকা আতঙ্কের বেড়াজাল। উড়ো ফোনে কেউ নির্মীয়মাণ মন্দিরে বিস্ফোরণ ঘটিয়ে তা উড়িয়ে দেওয়ার হুমকি দিল। ফলে এলাকার নিরাপত্তা বেড়েছে অনেকটাই।