কলকাতা , ২ জুলাই – কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে হস্তক্ষেপ চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানাল শিক্ষক ও শিক্ষাকর্মীদের একটি সংগঠন। সংগঠনের বক্তব্য, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ মতো পঞ্চায়েত নির্বাচনে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করায় তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন। নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে অশান্তি হয়ে চলেছে, আগামী দিনেও তা অব্যাহত থাকবে বলে আশঙ্কা । সেই কারণে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি দিল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এই সংগঠন। চিঠিতে রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে অভিযোগও করা হয়েছে।