মদনের গলায় অবসরের সুর ,জানলেন মুকুলের মতো অ্যালঝাইমার্স হয়েছে, হ্যালুসিনেশন হচ্ছে,সব ভুলে যাচ্ছি 

Written by SNS May 22, 2023 4:09 pm

কলকাতা ,২২ মে — এসএসকেএম কাণ্ডে প্রতিবাদে সরব হয়েছিলেন মদন। সিরিয়াস পেসেন্টকে এসএসকেএমে  ভর্তি না করাতে পেরে আওয়াজ তুলেছিলেন ‘সে নো টু পিজি ‘ বয়কট  পিজি। সেই বিষয়েই মুখ্যমন্ত্রীর অনুমতিতে এসএসকেএম কর্তৃপক্ষ মদনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে  ভবানীপুর থানায়। তার পরেই শোনা যায় মুকুলের গলায় অন্য সূর।

 রবিবার রাতে এসএসকেএমকাণ্ডে নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে অন্যরকম  মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। মুকুল রায়ের মতো তাঁরও ‘অ্যালঝাইমার্স’ রয়েছে। মাঝেমধ্যেই ‘হ্যালুসিনেশন’ হচ্ছে তাঁর। কিছু মনে রাখতে পারছেন না। এসএসকেএম হাসপাতাল নিয়ে তিনি কিছু বলেছিলেন বা হাসপাতাল বয়কটের ডাক দিয়েছিলেন বলেও নাকি তাঁর কিছু মনে নেই। তাঁর দাবি, ‘পিজি’ বলতে তিনি বোঝেন ‘পোস্ট গ্র্যাজুয়েট’।  পাশাপাশি, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি উস্কে দিয়েছেন অবসর নেওয়ার জল্পনাও।

কিন্তু নিজের সেই অবস্থান থেকে সরে যেতে দেখা গেল তৃণমূল বিধায়ক মদনকে। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘এ রকম বলেছিলাম নাকি! আমার হ্যালুসিনেশন রোগ আছে। অ্যালঝাইমার্স শুরু হয়েছে। ভুলে গিয়েছি। মুকুলের রোগ ধরেছে। একটা গেঞ্জি কিনেছি। তাতে লেখা ‘এ বার সন্ন্যাস নেব’। সন্ন্যাসী হতে হলে আগে লালন ফকির হতে হবে।’’

এর পর লালনের গানের দু’কলি গুনগুন করতেও দেখা যায় তাঁকে। পাশাপাশি, জল্পনা উস্কে অবসর নেওয়ার কথাও তিনি বলেন। মদনের কথায়, ‘‘মেসি অবসর নেবে, সচিন অবসর নেবে, ধোনি অবসর নেবে আর মদন মিত্র নেবে না? আমার কাছে পিজি মানে পোস্ট গ্যাজুয়েট। মানুষের সঙ্গে থাকতে হবে।’’তৃণমূল বিধায়ক বলেন, ‘‘আগে বড় হওয়ার চেষ্টা করতাম, এখন ছোট হওয়ার চেষ্টা করব। ছোটদের পড়াব। আমাকে নিজেকেও পড়াশোনা করতে হবে। আপডেট করতে হবে নিজেকে।’’