ভারত:- বিশ্বকাপের মধ্যে আইপিএল নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের মধ্যেই সমান্তরালভাবেই আইপিএলের প্রস্তুতিও শুরু করে দিয়েছে বিসিসিআই। বিশ্বকাপের মধ্যেই বড় আপডেট আসছে বোর্ডের ভিতর থেকে। সূত্রের খবর, ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, এবার দেশের কোনও শহরে নয় নিলাম হতে পারে মরুদেশে। দুবাইয়ে বসতে পারে নিলামের আসর। ডিসেম্বর মাসের ১৫ থেকে ১৯ তারিখের মধ্যেই এই নিলাম পর্ব হতে পারে। তার আগে ৯ ডিসেম্বর হতে পারে মহিলা আইপিএলের নিলাম। তবে এখনও সেই ভেন্যু চূড়ান্ত নয়। জানা গিয়েছিল, ২০২৩ সালের আইপিএলের মিনি নিলাম হয়েছিল কোচিতে, ২০২২ সালের ২৩ ডিসেম্বর। সেই সময় ছুটির মরসুম বলে বিসিসিআই নিলামের জন্য হোটেল বুক করতে গিয়ে সমস্যায় পড়েছিল। একাধিক ফ্র্যাঞ্চাইজি বিদেশি কোচ ভারতে সেই সময় ছিলেন না। ফলে তাঁরা অনলাইনে নিলামে উপস্থিত হয়েছিলেন। এবার সব দিক বিবেচনা করে দুবাইয়ে মিনি নিলাম করার কথা ভাবছে বিসিসিআই। তবে এবার কিন্তু মেগা নিলাম হবে না। মিনি নিলাম হবে। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, বিসিসিআইয়ের আলোচনার স্তরে রয়েছে পরিবর্তন গুলি। সূত্রের খবর, গত বারের নিলামে বাজেট ছিল ৯৫ কোটি। এবার তা বেড়ে হচ্ছে ১০০ কোটি। পাশাপাশি প্লেয়ার রিটেনশনের ক্ষেত্রে কোনও ক্যাপ নেই। পাশাপাশি নিদিষ্ট সংখ্যাও তুলে দেওয়া হচ্ছে।
আইপিএল নিলামের আর্থিক পরিমাণের কথা তাতে শোনা যাচ্ছে এবার পার্সে থাকতে পারে ১০০ কোটি টাকা। আইপিএল ২০২৪ নিলামের জন্য অনেক তারকাকে কিনতে ফ্র্যাঞ্চাইজিরা বড় মূল্য দিতে প্রস্তুত থাকবে।
Advertisement
Advertisement



