ইউক্রেনে যুদ্ধ চাননি, রাশিয়ার তেল সাম্রাজ্যের ধনকুবের 

Written by SNS September 2, 2022 8:48 pm

মস্কো, ২ সেপ্টেম্বর — প্রথম থেকেই ইউক্রেনে যুদ্ধের বিরোধিতা করে এসেছেন তিনি। যুদ্ধ বন্ধ করার জন্য বার বার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করেছিলেন। দফায় দফায় চিঠিও দিয়েছিলেন। সেই রুশ ধনকুবের রাভিল ম্যাগানোভের রহস্যমৃত্যু হল বৃহস্পতিবার। মস্কোর একটি হাসপাতালের জানলার কাঁচ ভেঙে নীচে পড়লেন রাভিল। অসুস্থ অবস্থায় ওই হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি।

রাভিল ম্যাগানোভ রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তৈল সংস্থা লুকওয়েলের প্রধান। তিনি রাশিয়ার তেল সাম্রাজ্যের ‘সম্রাট’। যথেষ্টই প্রভাবশালী। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরোধিতা করেছিলেন তিনিই। তাঁরই মৃত্যু হল রহস্যজনকভাবে। গতকালই লুকওয়েল সংস্থার তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভোগার কারণেই প্রয়াণ হয়েছে রাভিল ম্যাগানোভের। কয়েকটি রুশ সংবাদমাধ্যম দাবি করেছে, আত্মহত্যা করেছেন রাভিল। কিন্তু এই তথ্য় মানতে নারাজ রাভিলের অনুরাগীরা। সংস্থার হাজার হাজার কর্মীরা তাঁর মৃত্যুতে শোকাহত। তাই রাভিলের মৃত্যু নিছক আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনও ষড়যন্ত্র আছে সেই প্রশ্নই বার বার উঠে আসছে।