• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

রাখির বিরুদ্ধে বিয়ে ভাঙার মামলা করলেন তনুশ্রী

মুম্বই, ১৩ অক্টোবর– শুধু তার মানসিক স্বাস্থ্যের ক্ষতিই নয় তাঁর বিয়ে ভাঙার জন্যও বলিউডের ড্রামা কুইন রাখি সাওন্তের বিরুদ্ধে থানায় মামলা করলেন অভিনেত্রী তনুশ্রী দত্তা৷ মি টু আন্দোলনের সময় তনুশ্রীর নামে অভিযোগ আনেন রাখি৷ এ বার পাল্টা রাখির নামে পুলিশে অভিযোগ করেন তনুশ্রী৷ তিনি বলেন, ‘আমি এখানে রাখি সাওন্তের নামে অভিযোগ করতে এসেছি৷ ২০১৮ সালে

মুম্বই, ১৩ অক্টোবর– শুধু তার মানসিক স্বাস্থ্যের ক্ষতিই নয় তাঁর বিয়ে ভাঙার জন্যও বলিউডের ড্রামা কুইন রাখি সাওন্তের বিরুদ্ধে থানায় মামলা করলেন অভিনেত্রী তনুশ্রী দত্তা৷
মি টু আন্দোলনের সময় তনুশ্রীর নামে অভিযোগ আনেন রাখি৷ এ বার পাল্টা রাখির নামে পুলিশে অভিযোগ করেন তনুশ্রী৷ তিনি বলেন, ‘আমি এখানে রাখি সাওন্তের নামে অভিযোগ করতে এসেছি৷ ২০১৮ সালে মি টু আন্দোলনের সময় তিনি যে ভাবে আমায় মানসিক হেনস্থা করেছিলেন, তার কারণেই আমি এই অভিযোগ করেছি৷ এ ছাড়াও নানা কারণের জন্য একাধিক মামলা করেছি৷’
তনুশ্রী-রাখির ঝামেলা শুরু ২০০৯-এর ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সময় থেকে৷ সেই সময় এই ছবি থেকে রাখিকে সরিয়ে তনুশ্রীকে নেওয়াতেই ঝামেলা৷ পরে অবশ্য এই ছবিতে রাখিকে নেওয়া হয়েছিল৷ যদিও তনুশ্রী জানান, গোটাটাই ছিল প্রচার কৌশল৷ এবং এর অংশ ছিলেন রাখি নিজেই৷
তনুশ্রী বলেন, ‘রাখির জন্য আমি যথেষ্ট মানসিক এবং শারীরিক কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি৷ তিনি আমার নামে যে সব কথা বলেছিলেন, সেগুলো আমি নিতে পারিনি৷ প্রতি বছর রাখি নিত্যনতুন বিষয় নিয়ে হাজির হন, আসলে প্রচারের আলোয় থাকতে চান তিনি৷ তাঁর জন্যই আমার বদনাম হয়েছে, সম্মানহানি হয়েছে৷ তাঁর জন্য আমার বিয়ে হয়নি৷’