বিপিএসসি পরীক্ষা বাতিল করে এবং আবার পরীক্ষা নেওয়ার দাবি তুলে পাটনা হাই কোর্টের দ্বারস্থ হল প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল জন সুরজ পার্টি। শুক্রবার জন সুরজ পার্টির আইনজীবী প্রণব কুমার জানান, বিপিএসসি পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে বিচারপতি অরবিন্দ সিং চন্দেলের বেঞ্চে মামলার আবেদন করা হয়। সেই আবেদন আদালতে গৃহীত হয়েছে। পাটনা হাইকোর্টে এই মামলার শুনানি হবে ১৫ জানুয়ারি। তাঁদের দাবি, ১৩ ডিসেম্বর বিপিএসসি পরীক্ষায় ‘অনিয়ম’ হয়েছে।
Advertisement
বিহার সরকারের তরফে জানানো হয়েছে, প্রশ্ন ফাঁসের অভিযোগের সত্যতা মেলায় গত ৪ জানুয়ারি পাটনার ২২টি কেন্দ্রে নতুন করে বিপিএসসির পরীক্ষা হয়েছে। ফের পরীক্ষায় বসার জন্য ‘যোগ্য’ ঘোষিত ১২০১২ জন প্রার্থীর মধ্যে, মোট ৮১১১ জন আবেদন করেছিলেন,পরীক্ষা দিয়েছিলেন ৫৯৪৩ জন।
Advertisement
যদিও প্রতিবাদী চাকরিপ্রার্থীদের একাংশ এই আন্দোলনে রাজনীতির প্রবেশ পছন্দ করছেন না বলে জানিয়েছেন।
Advertisement



