• facebook
  • twitter
Friday, 13 December, 2024

বিজয়কান্তের প্রয়াণে শোকবার্তা মোদির

চেন্নাই: দেশে ফের করোনায় মৃতু্য দেখা দিচ্ছে৷ সেই তালিকায় এবার নাম উঠে এল জনপ্রিয় তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়কান্তের৷ চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃতু্য হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই৷ তাঁর বয়স হয়েছিল ৭১ বছর৷ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় পর শরীরে নিউমোনিয়ার সঙ্গে শুরু হয় শ্বাসকষ্ট৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায়

চেন্নাই: দেশে ফের করোনায় মৃতু্য দেখা দিচ্ছে৷ সেই তালিকায় এবার নাম উঠে এল জনপ্রিয় তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়কান্তের৷ চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃতু্য হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই৷ তাঁর বয়স হয়েছিল ৭১ বছর৷ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় পর শরীরে নিউমোনিয়ার সঙ্গে শুরু হয় শ্বাসকষ্ট৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়েছিল৷ আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতাদের একজন তিনি৷ মূলত তামিল সিনেমায় তিনি অভিনয় করেন৷ তাঁর ছবি তেলেগু ও হিন্দি ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হয়েছে৷ ‘ক্যাপ্টেন’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য দর্শকেরা মনে রাখবেন তাঁকে৷  ২০০৫ সালে রাজনৈতিক দল দেশীয় মুকপক্কু দ্রাবিড় কাজাঘম (ডিএমডিকে) গঠন করেন বিজয়কান্ত৷ ২০০৬ সালে বিধানসভার ভোটে জিতেছিলেন তিনি৷ মাঝে বিজেপির সঙ্গে জোটও করেছিল ডিএমডিকে৷ বিজয়কান্তের মৃতু্যতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন৷