আকাশ থেকে তাজমহল দর্শন, তাও বিনামূল্যে

Written by Sunita Das October 18, 2023 5:36 pm

আগ্রা, ১৮ অক্টোবর– পুজোর ছুটিতে যদি আগ্রার তাজমহল দেখতে যেতে চান তাহলে আপার জন্য বড় সুখবর৷ এবার তাজমহল পরিদর্শকারীদের জন্য আকাশে ভেসে বেড়ানোর সুযোগ৷ একটি হট এয়ার বেলুনে চডে় আকাশ থেকেই শ্বেতশুভ্র তাজমহলের অপরূপ সৌন্দর্য দেখার ব্যবস্থা করে দিচ্ছে পর্যটনস্থল শিল্পগ্রাম৷
তাজমহলের কাছেই রয়েছে পর্যটনস্থল শিল্পগ্রাম৷ সেখানেই স্থানীয় আগ্রা প্রশাসনের তরফে রবিবার থেকে  চালু করা হয়েছে পর্যটকদের জন্য হট এয়ার বেলুন রাইড৷ আইকনিক স্থাপত্যের এরিয়াল ভিউ চাক্ষুস করার সুযোগ পাবেন পর্যটকরা৷ ২৫ নভেম্বর পর্যন্ত চলবে এই তাজ কার্নিভ্যাল৷ সেখানেই হট এয়ার বেলুন রাইড করতে পারবেন পর্যটকরা৷ এ প্রসঙ্গে আগ্রার ডিভিশনাল কমিশনার বলেন, ‘এই হট এয়ার বেলুন রাইড তাজ মহোৎসবের সাধারণত আয়োজন করা হয়ে থাকে৷ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এটি অনুষ্ঠিত হয়৷ এর জন্য পর্যটকদের চার্জ দিতে হয়৷ তবে এবার আর তেমনটা হচ্ছে না৷ এই তাজ কার্নিভ্যালে সমস্ত পর্যটকদের এন্ট্রি ফ্রি৷ হট এয়ার বেলুন রাইডের জন্য ইচ্ছুকদের টাকা দিতে হবে৷ আবহাওয়ার পরিস্থিতির উপর নির্ভর করে রাইডের খরচ ধার্য হচ্ছে৷’
কেবলমাত্র বেলুনে চেপে উড়ানই নয়, তাজ কার্নিভ্যালে আয়োজন করা হয়েছে এলাহি খানা-পিনাও৷ রাজস্থানেপ ব্রিজ, আওয়াধি, মোঘলাই, গুজরাটি, দক্ষিণ ভারতীয় এবং স্থানীয় নানা খাবার পাওয়া যাচ্ছে এই কার্নিভ্যালে৷ পর্যটকদের জন্য ৫০টি এমন ফুড স্টল রয়েছে আগ্রার এই শিল্পগ্রামে৷