১ কোটি খাজনা না মেটালে তাজমহল বাজেয়াপ্তের ‘আশ্চর্য’ নোটিস

Written by SNS December 20, 2022 6:32 pm

আগ্রা, ২০ ডিসেম্বর– এক কোটি টাকা জরিমানা হল তাজমহল কর্তৃপক্ষের! সেই টাকা ১৫ দিনের মধ্যে না মেটালে সম্পত্তি ‘বাজেয়াপ্ত’ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাজমহল কর্তৃপক্ষকে। 

জানা গেছে, ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবর্ষে সম্পত্তি ও জল কর বাবদ বকেয়া পড়েছে কোটি টাকার। সম্পত্তি ও জল কর বাবদ এই টাকা ধার্য করেছে আগ্রা পুরনিগম।

এমন ঘটনা ৩৭০ বছরের এই প্রথম। তাজমহল, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে পড়ে। আগ্রা পুরসভার নোটিস আসে আর্কিওলজিক্যাল সার্ভের কাছে। সেই নোটিস পেয়ে স্তম্ভিত তারা। আর্কিওলজিক্যাল সার্ভের এক কর্মকর্তা রাজকুমার প্যাটেল জানান, এই নোটিস হয়তো ভুলবশত এসেছে। আশা করি দ্রুত এর সংশোধন করা হবে।

সেই কর্মকর্তা সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমরা পুরসভার থেকে দু’টি নোটিস পাই। একটা সম্পত্তি কর সংক্রান্ত, দ্বিতীয়টা জল কর সংক্রান্ত। সেখানে ১২টি পয়েন্টের কথা উল্লেখ আছে। সবমিলিয়ে মোট ১ কোটি টাকা বকেয়ার দাবি জানানো হয়েছে।’