• facebook
  • twitter
Friday, 19 December, 2025

বলিউডের ‘মা’ সুলোচনার প্রয়াণে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

মুম্বই, ৫ জুন– বলিউডে একসঙ্গে দুটি শোকের ছায়া। একদিকে গুফি পেন্টাল তো অন্যদিকে সুলোচনা লটকর। দুই শিল্পীর প্রয়ানে শোকস্তব্ধ সিনেমা জগৎ। তিনি ছিলেন বলিউডে গত শতকের বহু ছবিতে নায়ক অথবা নায়িকার মা। ‘কোরা কাগজ’ থেকে ‘শ্রী ৪২০’, ছবিগুলিতে মায়ের চরিত্র যেন ভাবাই যেত না সুলোচনা লটকরকে ছাড়া। রবিবার সন্ধ্যায় মৃত্যু হয় বর্ষীয়ান এই অভিনেত্রীর। ৯৪

মুম্বই, ৫ জুন– বলিউডে একসঙ্গে দুটি শোকের ছায়া। একদিকে গুফি পেন্টাল তো অন্যদিকে সুলোচনা লটকর। দুই শিল্পীর প্রয়ানে শোকস্তব্ধ সিনেমা জগৎ। তিনি ছিলেন বলিউডে গত শতকের বহু ছবিতে নায়ক অথবা নায়িকার মা। ‘কোরা কাগজ’ থেকে ‘শ্রী ৪২০’, ছবিগুলিতে মায়ের চরিত্র যেন ভাবাই যেত না সুলোচনা লটকরকে ছাড়া। রবিবার সন্ধ্যায় মৃত্যু হয় বর্ষীয়ান এই অভিনেত্রীর।

৯৪ বছর বয়স হয়েছিল এই বর্ষীয়ান অভিনেত্রীর। বয়সজনিত নানা অসুখে ভুগছিলেন তিনি, এমনটাই সংবাদমাধ্যমকে জানান অভিনেত্রীর মেয়ে। সুলোচনার পরিবার থেকেই জানানো হয় তাঁর প্রয়াত হওয়ার খবর। প্রায় ৩০০র বেশি হিন্দি এবং মারাঠি ছবিতে অভিনয় করেছেন তিনি।

Advertisement

সুলোচনার মৃত্যুতে টুইট করে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ‘এই বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুতে ভারতীয় সিনেমায় সৃষ্টি হল এক বিরাট শূন্যতা।’ টুইটারে লেখেন মোদী। প্রধানমন্ত্রীর পাশাপাশি অভিনেত্রী মাধুরী দীক্ষিত থেকে বলিউড অভিনেতা রীতেশ দেশমুখ অনেকেই শ্রদ্ধা জানান প্রয়াত অভিনেত্রীর উদ্দেশে।

Advertisement

Advertisement