চলে গেলেন রোজালিন কার্টার

Written by Sunita Das November 20, 2023 7:34 pm

ওয়াশিংটন, ২০ নভেম্বর– প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি রোজালিন কার্টার ৯৬ বছর বয়সে মারা গেছেন৷ তিনি প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী৷ তাঁর মৃতু্যতে কার্টার সেন্টার একটি বিবৃতি প্রকাশ করেছে৷ বিবৃতিতে মৃতু্যর খবরটি নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে মৃতু্যর সময় পরিবারের সবাই তাঁর পাশেই ছিলেন৷
রোজালিন কার্টার চলতি বছরের মে মাসে ডিমেনশিয়া (স্মৃতিভ্রম) রোগে আক্রান্ত হয়েছিলেন৷
গত শুক্রবার থেকে তিনি জর্জিয়ায় ‘হসপিস কেয়ার (নার্সদের সাহায্যে বাসায় সেবা প্রদান)’-এ ছিলেন৷ ৯৯ বছর বয়সী স্বামী জিমি কার্টারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন রোজালিন৷ প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টারও গত ফেব্রুয়ারি থেকে হসপিস কেয়ার-এ রয়েছেন৷
এই দম্পতি জুলাই মাসে তাদের ৭৭ তম বিবাহ বার্ষিকী পালন করেছেন৷
এক বিবৃতিতে প্রাক্তন মার্কিন জিমি কার্টার বলেছেন, ‘আমি যা কিছু করেছি তাতে রোজালিনকে সবসময় আমার পাশে পেয়েছি৷ আমাকে প্রয়োজনে নানা ধরনের নির্দেশনা এবং উৎসাহ দিয়েছেন৷ যতদিন রোজালিন পৃথিবীতে ছিলেন, আমি সবসময় জানতাম কেউ আমাকে ভালবাসে এবং সমর্থন করে৷
১৮ আগস্ট ১৯২৭ সালে এলেনর রোজালিন স্মিথ জন্মগ্রহণ করেন৷ তিনি ৭ জুলাই ১৯৪৬ সালে জিমি কার্টারকে বিয়ে করেন৷ এই দম্পতির চারটি সন্তান রয়েছে৷ কার্টারের ছেলে চিপ তাকে একজন স্নেহময়ী মা, অসাধারণ ফার্স্ট লেডি এবং একজন মহান মানবতাবাদী হিসেবে বর্ণনা করেছেন৷ তিনি বলেন, ‘তাঁকে কেবল আমাদের পরিবারই নয়, অনেক মানুষই খুব বেশি মিস করবেন৷